ATM Card Online Blocking Process: আপনার এটিএম বা ডেবিট কার্ড হারিয়ে গেলে অবহেলা করবেন না। প্রতারকদের হাতে যাওয়ার আগেই দ্রুত ব্লক করুন এই কার্ড। সেই ক্ষেত্রে ঘরে বলে অনলাইনে ব্লক করতে পারবেন আপনার কার্ড। এই সহজ ধাপে হবে সমস্যার সমাধান।


Debit Card Blocking: কীভাবে SBI-এর কার্ড ব্লক করবেন ?
বর্তমানে যেখানে নগদ টাকার প্রচলন কমছে, সেখানে এটিএম বা ডেবিট কার্ডের ব্যবহার বাড়ছে।  করোনা মহামারীর সময় RBI নগদ লেনদেন কমিয়ে অনলাইন পেমেন্টে জোর দেওয়ায় বৃদ্ধি পেয়েছে 'অনলাইন পেমেন্ট সিস্টেম'। তবে কোনওভাবে আপনার এটিএম বা ডেবিট কার্ড হারিয়ে গেলে রয়েছে কার্ড ব্লক করার বিকল্প।  জেনে নিন, আপনি কীভাবে এই বিকল্পটি ব্যবহার করতে পারেন ? 


১ প্রথমে আপনার ব্যাঙ্কে মোবাইল নম্বরের বিষয়টি নিশ্চিত করুন। 
২ একবার মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর বৈধ হলে আপনি আপনার নিবন্ধিত মোবাইলে একটি OTP পাবেন।
৩ এবার আপনার মোবাইলে প্রাপ্ত OTP লিখুন। এখানে অ্যাকাউন্টে থাকা সব কার্ড দেখতে পারবেন(আংশিকভাবে মাস্কড হবে কার্ডগুলি)।


৪ আপনি যে কার্ড নম্বরটি ব্লক করতে চান তা নির্বাচন করুন ও সাবমিট বোতামে ক্লিক করুন।
সতর্ক বার্তা ! একবার একটি কার্ড ব্লক হয়ে গেলে, আপনি এটি অনলাইনে আনব্লক করতে পারবেন না।


ATM Card Online Blocking: ওয়েবসাইট থেকে কীভাবে এসবিআই ডেবিট কার্ড ব্লক করবেন (সরাসরি লিঙ্ক)
ধাপ 1: https://retail.onlinesbi.sbi/retail/blockatmcard.htm -এ যান


ধাপ 2: অ্যাকাউন্ট নম্বর লিখুন, দেশ নির্বাচন করুন,রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন ও ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করুন।


টোল ফ্রি নম্বরে কল করুন
ব্যাঙ্কের টোল-ফ্রি নম্বরগুলিতে কল করতে পারেন( 1800 11 2211 বা 1800 425 3800)। আপনার SBI এটিএম/ডেবিট কার্ড ব্লক করার দ্রুততম উপায় এগুলি৷ টোল-ফ্রি নম্বর ডায়াল করার পরে আপনি যে নির্দেশাবলী পান তা মেনে চললেই আপনার কার্ড ব্লক হয়ে যাবে।


এ ছাড়াও আপনি ব্যাঙ্কে একটি SMS বার্তা পাঠিয়ে আপনার SBI ATM/ডেবিট কার্ড ব্লক করতে পারেন। আপনার ATM কার্ড নিষ্ক্রিয় করতে BLOCK XXXX, যেখানে XXXX ডেবিট কার্ড নম্বরের চূড়ান্ত 4 সংখ্যা, 567676 এ পাঠান। এসএমএস পাঠাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেলফোন নম্বর ব্যবহার করতে হবে।
ব্যাঙ্ক এসএমএস পাওয়ার পরে আপনি একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন। এসএমএস বিজ্ঞপ্তিতে টিকিট নম্বর, ব্লক করার তারিখ ও ব্লক করার সময় লেখা থাকবে।


GST Council Meet: দাম কমল এই জিনিসগুলির, জেনে নিন জিএসটি নিয়ে অর্থমন্ত্রীর ১০ বড় সিদ্ধান্ত