Nirmala Sitharaman: বকেয়া জিএসটি নিয়ে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল রাজ্যগুলি। জিএসটি পরিষদের (GST Council Meet) বৈঠকে অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)জানিয়ে দিয়েছেন, বিগত পাঁচ বছরের পাওনা মিটিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকে। সঙ্গে দাম কমতে চলেছে এই জিনিসগুলির। জেনে নিন,অর্থমন্ত্রীর নেওয়া ১০ বড় সিদ্ধান্ত।


GST Council Meet: কী কী সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে ?
শনিবার GST কাউন্সিলের ৪৯ তম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কিছু পণ্যের ওপর জিএসটি-র হার কমানো ছাড়াও রাজ্যগুলিকে বকেয়া জিএসটি পরিমাণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের বৈঠকে পান মসলা ও গুটখার ওপর জিএসটি নিয়েও আলোচনা হয়েছে।অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, অর্থমন্ত্রী ও অন্যান্য রাজ্যের আধিকারিকরা। 


GST Council Meet: অর্থমন্ত্রীর নেওয়া ১০ বড় সিদ্ধান্ত
পাঁচ বছরের জন্য রাজ্যগুলিকে ১৬,৯৮২ কোটি টাকা জিএসটি বাবদ বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
জিএসটি কাউন্সিল রিভার্স চার্জ মেকানিজমের অধীনে আদালত ও ট্রাইব্যুনালের পরিষেবার উপর কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তরল গুড়ের ওপর জিএসটি হার ১৮ শতাংশ থেকে শূন্য শতাংশ বা ৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে। খুচরো গুড়ের জন্য শূন্য শতাংশ ও প্যাকেট ও লেবেলযুক্ত গুড় কেনাকাটার জন্য ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
পেন্সিল ও শার্পনারের ওপর জিএসটি ১৮ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
কিছু শর্তে ট্যাগ, ট্র্যাকিং ডিভাইস বা ডেটা লগারগুলিতে জিএসটি ১৮ শতাংশ থেকে শূন্য শতাংশ করা হয়েছে।
কয়লা খনির থেকে তৈরি জিনিসের (Coal Rejects)ওপর জিএসটি ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা পরিচালনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া পরিষেবাগুলির GST ছাড় পাবে৷
২০২৩ সাল থেকে বিশেষ করে GST ফর্ম ৯-এর জন্য বার্ষিক রিটার্ন দাখিলের দেরির ফি সংশোধন করা হয়েছে। 
9 এই ধরনের দেরির ফি ছোট করদাতাদের জন্য হ্রাস করা হয়েছে।


১০ যাদের বার্ষিক টার্নওভার ২০ কোটি টাকা পর্যন্ত, তাঁরাই পাবেন এই সুবিধা।


ইতিমধ্য়েই জিএসটি  ট্রাইব্যুনাল এই পরিবর্তনগুলি গ্রহণ করেছে। আগামী ৫-৬ দিনের মধ্যে খসড়ার সংশোধনগুলি  প্রকাশ করা হবে। চারমধ্য়েই রাজ্যগুলিকে টাকা পাঠানোর বিষয়ে উদ্যোগ নিতে পারে সরকার।


ATM Card Insurance: এটিএম কার্ডেই থাকে ১০ লক্ষ টাকার বিমা ! দাবি আদায়ে লাগে এই কাগজপত্র