কলকাতা: ট্রাভেল টেক ইউনিকর্ন সংস্থা ওয়োকে ঘিরে তুমুল বিতর্ক। শুক্রবার এই বিতর্কের মুখেই সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি (OYO) জারি করা হয়েছে। আর এই সবের মূলে রয়েছে সংস্থার তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞাপনী ট্যাগলাইন, সংবাদপত্রে ওয়ো একটি বিজ্ঞাপনে লিখেছে, 'ঈশ্বর যেমন সর্বত্র বিরাজমান, তেমনই ওয়ো-ও তাই'। আর তাতেই দেশের একদল মানুষ রুষ্ট হয়েছেন এই হোটেল বুকিং সংস্থার উপরে।
এই বিজ্ঞাপনী ট্যাগলাইনের (OYO) মাধ্যমে আসলে সংস্থার পক্ষ থেকে অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, আজমীর, অমৃতসর, শিরডি, উজ্জয়িনী ইত্যাদি ধর্মীয়স্থানে ভ্রমণকে প্রচার করতে চাওয়া হয়েছিল, কিন্তু ভুলভাবে বার্তা যায় এই ট্যাগলাইনের। ফলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার দায়ে সমাজমাধ্যম জুড়ে তীব্রভাবে ওয়ো বয়কটের ডাক (OYO) ওঠে। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ট্রেন্ড করতে থাকে 'বয়কট ওয়ো' হ্যাশট্যাগ। এই বিতর্কের মুখে পড়ে ওয়োর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়, 'এই সাম্প্রতিক বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য ছিল ভারতে ধর্মীয় ভ্রমণকে আরও বাড়িয়ে তোলা, কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের দেশের বহুবিধ ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক রীতিনীতিকে আমরা শ্রদ্ধা করি এবং একইসঙ্গে ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকেও উদযাপন করি।'
এরপরে ওয়ো সংস্থা যে আগামী দিনে বেশিমাত্রায় আধ্যাত্মিক ভ্রমণকে গুরুত্ব দিতে চাইছে, পবিত্র তীর্থের অভিজ্ঞতাকে আরও ভালভাবে যাতে অনুভব করানো যায় পর্যটকদের তা নিয়েই পরিকল্পনা করছে, তা স্পষ্ট জানিয়েছে ওয়ো, বলা হয়েছে 'আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছিলাম'। আর তাই ২০২৫ সালের শেষ দিকের মধ্যেই দেশের মোট ১২টি মুখ্য তীর্থস্থানে ৫০০টি হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে ওয়ো।
বিবাহিত যুগলরাই এই অ্যাপ থেকে বুকিং করতে পারবে হোটেল, অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি। সম্প্রতি কিছুদিন আগেই এই নতুন নিয়ম চালু করেছে হোটেল বুকিং কোম্পানি ওয়ো। এই বছর থেকে এই নতুন নির্দেশিকা চালু করেছে কোম্পানি। নতুন নিয়মটি প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের মিরাটে প্রযোজ্য হয়েছে। ধীরে ধীরে সমস্ত রাজ্যেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। গ্রাউন্ড ফিডব্যাকের উপর ভিত্তি করে কোম্পানি এই নীতি আরও শহরে প্রসারিত করার পরিকল্পনা করবে।
আরও পড়ুন: Multibagger Stock: ১৩ টাকার এই শেয়ার আজ ২০০০ টাকায় ! ৫ বছরেই কোটিপতি হতেন বিনিয়োগে