PAN Card Update: কেন্দ্রীয় মন্ত্রীসভা গতকাল সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে PAN 2.0। এই নতুন প্যান কার্ডে এবার থেকে কিউআর কোড (PAN 2.0) ছাপা থাকবে। নরেন্দ্র মোদির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিপিএ এই নতুন প্যানের অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য মোট ১৪৩৫ কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে। কেন এই উদ্যোগ নিল আয়কর বিভাগ ? কী উদ্দেশ্য কেন্দ্র সরকারের ? কারাই বা এই নতুন প্যান কার্ডের (PAN Card Update) জন্য আবেদন করতে পারবেন ?


এই নতুন প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন। প্রথম প্রশ্ন যে তাদের কাছে এখন যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না আর ? তবে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে নাকি এই দুই প্যান কার্ডই বৈধ থাকবে ? সরকার জানিয়েছে PAN 2.0 প্রকল্প আসলে PAN 1.0 প্রকল্পেরই একটি আপডেটেড সংস্করণ। এই নতুন প্যান কার্ড করতে করদাতাদের এক টাকাও খরচ হবে না। অনলাইনে একেবারে বিনামূল্যেই এই প্যান কার্ডের আবেদন করা যাবে।


নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে ?


অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ড রয়েছে করদাতাদের কাছে তা বৈধ থাকবে। নতুন প্যান নম্বরের জন্য আবেদন নিষ্প্রয়োজন। তবে সকল করদাতা চাইলে প্যান ২.০-তে নিজেদের প্যান কার্ড আপগ্রেড করে নিতে পারেন। এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকেই এই আপডেটের আবেদন করা যাবে।


PAN 2.0 প্রকল্প আসলে কী


দেশের সমস্ত করদাতাদের আরও উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এই প্যান বা ট্যান ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে সরকার। এবারে প্যান (PAN), ট্যান (TAN) এবং টিন (TIN) তিনটিকেই একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই নতুন উদ্যোগে। কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ। এই নতুন প্যানের মাধ্যমে মুলত তিনটি উদ্দেশ্য সাধিত হবে –


প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটিই কেন্দ্রীয় পোর্টাল


পেপারলেস প্রক্রিয়া যা সমস্ত ধরনের অনুমোদনকে দ্রুত করবে


করদাতাদের তথ্য সুরক্ষিত রাখতে আরও উন্নত সাইবার নিরাপত্তা বিধান প্রয়োগ করা হবে।


আরও পড়ুন: Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি ? দেখে নিন তালিকা