Central Govt Scheme: সোমবার দেশের কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনে চালু হল 'ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন' (One Nation One Subscription) প্রকল্প যার মাধ্যমে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গবেষণাপত্র এবং জার্নাল এক ছাতার তলায় আসবে। আর এই নতুন কেন্দ্র সরকারি প্রকল্পের জন্য আগামী ৩ বছর ধরে অর্থাৎ ২০২৫, ২০২৬ এবং ২০২৭-এর জন্য কেন্দ্র সরকার (Central Govt Schemes) বরাদ্দ করবে ৬ হাজার কোটি টাকা।


এই প্রকল্প প্রসঙ্গে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত শিক্ষাক্ষেত্রে (One Nation One Subscription) দেশের তরুণদের উচ্চশিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করতে তাদের সামনে অজস্র গবেষণার সুযোগ খুলে দিতে চলেছে এই প্রকল্প এবং গবেষণা ও উন্নয়নের কর্মকাণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই প্রকল্প। দেশের সমস্ত কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, গবেষণাগারের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এক ছাতার তলায় আনবে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প।


কেন্দ্র সরকারি কিংবা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধে পাওয়া যাবে। ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কের কো-অর্ডিনেশনে কেন্দ্র সরকার একটি জাতীয় সাবস্ক্রিপশনের ভিত্তিতে এই গবেষণাপত্র দেখার সুযোগ দেবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বয়ংসম্পূর্ণ আন্তঃ-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এই ইনফর্মেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক। এই প্রকল্পের তালিকায় নথিভুক্ত থাকতে দেশের ৬৩০০ প্রতিষ্ঠান, ১.৮ কোটি পড়ুয়া, শিক্ষক এবং গবেষক এই প্রকল্পের সুবিধে নিতে পারবেন ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের (One Nation One Subscription) মাধ্যমে। বিকশিত ভারত, জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের যৌথ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই উদ্যোগ।


টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলির বাসিন্দা যে সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং গবেষক তারাও এই প্রকল্পের সুবিধে পাবেন, বিভিন্ন বিষয়ের বিভিন্ন ভাষার গবেষণাপত্র দেখা যাবে এর মাধ্যমে। উচ্চশিক্ষা দফতরের একটি নির্দিষ্ট পোর্টাল লঞ্চ করা হবে 'ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন' নামে যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলি গবেষণাপত্র বা জার্নাল দেখতে পারবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ICSE and ISC Exam Date 2025: ICSE এবং ISC পরীক্ষার দিন ঘোষণা, কবে শুরু হচ্ছে পরীক্ষা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI