Aadhaar-PAN Linking: বার বার বলেও কাজ হচ্ছে না। প্যান-আধার লিঙ্কের সময়সীমা পেরিয়ে গিয়েছে অনেকবার। সরকারের তরফে জানানো হয়েছে এবার সময়ের আগে এই কাজ না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। জেনে নিন, প্যান আধারের শেষ 'ডেড লাইন' কবে।


PAN-Aadhaar Link: কত তারিখের মধ্যে করতে হবে এই কাজ ?
ইতিমধ্য়েই প্যান কার্ড হোল্ডারদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দিচ্ছে আয়কর বিভাগ। প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ রেখেছে ইনকাম ট্যাক্স অফিস। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে PAN Aadhaar Link লিঙ্ক না করেন, তাহলে আপনার PAN কার্ড আর কাজে আসবে না। তবে মনে রাখবেন, ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে প্যান কার্ড লিঙ্ক করার জন্যও আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।


Aadhaar-PAN Linking: এখনও ১৩ কোটি মানুষ প্যান আধার লিঙ্ক করেননি
সম্প্রতি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারপার্সন নীতিন গুপ্তা মিডিয়াকে জানিয়েছেন, দেশে মোট ৬১ কোটি PAN ধারকদের মধ্যে ৪৮ কোটি গ্রাহক PAN Aadhaar Link লিঙ্ক করেছেন। বাকি এখনও ১৩ কোটি লোক এই কাজ করেননি। পাশাপাশি তিনি জানিয়েছেন, যারা ৩১  মার্চের মধ্য়ে প্যান-আধার লিঙ্ক করবেন না তারা প্যান কার্ড সম্পর্কিত ব্যবসার সুবিধা পাবেন না।


PAN-Aadhaar Link: কেন দুই কার্ডে লিঙ্ক প্রয়োজন ?
বাজেটে প্যান কার্ড নিয়ে নতুন উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এবার থেকে 'সিঙ্গল বিজনেস আইডি' হিসাবে প্যান কার্ড ব্যবহার করা যাবে। যা আগামী দিনে ব্যবসায়িক কাজে আপনাকে সুবিধা দেবে। মনে রাখবেন, প্যান কার্ড ছাড়া করদাতার আয়কর রিটার্ন দাখিল করতে অসুবিধা হবে। এর সঙ্গে যেকোনও ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ করতে সমস্যা হবে প্যান কার্ড হোল্ডারের। আপনি যদি ৩১ মার্চের মধ্যে এই কাজটি সম্পূর্ণ না করেন, তাহলে আপনাকে পরবর্তীতে লিঙ্ক করতে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় থাকবে।


PAN-Aadhaar Link: প্যান আধার লিঙ্ক করার প্রক্রিয়া
১ প্যান আধার লিঙ্ক করতে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইট www.incometax.gov.in -এ যান।
২ এর পরে আপনি লগইন বিবরণ পূরণ করুন.
৩ এই পর্বে Quick বিভাগটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
৪ এখানে আপনাকে আপনার প্যান, আধার নম্বর ও মোবাইল নম্বর পূরণ করতে হবে।
৫ এর পরে, 'I validate my Aadhaar details' বিকল্পটি নির্বাচন করতে হবে।
৬ এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে, এটি এখানে লিখুন।
৭ শেষে ১০০০ টাকা জরিমানা দিয়ে আপনি সহজেই দুটি কার্ড লিঙ্ক করতে পারেন।


Retail Inflation Rises: আরও মহার্ঘ হবে রোজকার বাজার ! মাত্রা ছাড়াল খুচরো মূল্যবৃদ্ধি