Income Tax: আয়করের আওতায় না পড়লে আপনাকে করতেই হবে এই কাজ। এই মাসের মধ্যে আধার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে ভুগতে হবে।  আপনি যদি এই কাজটি না করে থাকেন তবে আগে এটি করুন৷ কারণ ১০০০ টাকা জরিমানা দেওয়ার পরে ৩০ জুন হল প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ৷


PAN-Aadhaar Linking: কী বলেছে আয়কর বিভাগ ?
আয়কর বিভাগ ৩০ জুনের আগে প্রতিটি ক্ষেত্রে আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দিয়েছে। আয়কর বিভাগ বলেছে, আয়কর আইন ১৯৬১-র আওতায় সব প্যান কার্ড হোল্ডার যারা ছাড়ের বিভাগে পড়েন না, তাদের আধারের সঙ্গে PAN লিঙ্ক করতে হবে। 


যদি কোনও ব্যক্তি ৩০ জুন ২০৩ এর মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তবে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তাকে জরিমানাও দিতে হবে। এই ধরনের PAN সহ করদাতাদের যতক্ষণ পর্যন্ত PAN নিষ্ক্রিয় থাকবে সেই সময়ের জন্য রিফান্ডের ওপর কোন সুদ দেওয়া হবে না। এই ধরনের করদাতাদের কাছ থেকে আরও টিডিএস ও টিসিএস কাটা হবে। 


Income Tax: কারা পাবেন ছাড়
যাদের প্যান-আধার লিঙ্কিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই শ্রেণিতে নির্দিষ্ট রাজ্যগুলিতে বসবাসকারী নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে। এমনকি যারা আইনের চোখে অনাবাসী তারাও এই ছাড়ের আওতায় পড়বেন। এছাড়াও যারা ভারতীয় নাগরিক নন ও গত বছর ৮০-তে পা রেখেছেন তারাও ছাড় পাবেন।


PAN-Aadhaar Linking: কেন প্যানের সাথে আধার লিঙ্ক করা দরকার?
যদি PAN কার্ড আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ এই সবের জন্য প্যান কার্ড প্রয়োজন। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে যদি প্যান কার্ড লক হয়ে যায় তবে আপনি এমন কোনও সুবিধা নিতে পারবেন না, যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক। তাই আপনি যদি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে শীঘ্রই এই কাজটি সম্পূর্ণ করুন।


এইভাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করুন
আপনি যদি আধার-প্যান লিঙ্ক করতে না জানেন তবে এটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এইভাবে আপনি আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারেন।


১ আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলুন https://incometaxindiaefiling.gov.in/ 


২ এটিতে রেজিস্ট্রেশন করুন (যদি আপনি ইতিমধ্যে এটি না করে থাকেন)।


৩ আপনার PAN (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) হবে আপনার ইউজার আইডি।


৪ ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ লিখে লগইন করুন।


৫আপনার প্যানকে আধারের সাথে লিঙ্ক করতে একটি পপ আপ উইন্ডো খুলবে।


৬ পপ আপ উইন্ডো না খুললে মেনু বারে 'প্রোফাইল সেটিংস'-এ যান এবং 'লিঙ্ক আধার'-এ ক্লিক করুন।


৭ PAN অনুসারে, নাম, জন্ম তারিখ ও লিঙ্গের মতো বিবরণ প্রথমে সেখানে উল্লেখ করা হবে।


৮ আপনার আধার এবং প্যান কার্ডের তথ্য যাচাই করুন।


৯ যদি বিবরণ মিলে যায়, তাহলে আপনার আধার নম্বর লিখুন এবং "লিঙ্ক নাও" বোতামে ক্লিক করুন।


১০ একটি পপ-আপ বার্তা আপনাকে জানাবে যে আপনার আধার সফলভাবে আপনার প্যানের সাথে লিঙ্ক করা হয়েছে।


আরও পড়ুন : SBI Recruitment 2023: ভাল বেতন, স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের পদ্ধতি