Investment Plan: এই মাসের মধ্যেই সেরে ফেলতে হবে এই পাঁচটি টাকা সম্পর্কিত কাজ, অন্যথায় ভুগতে হবে আপনাকেই। জেনে নিন, কোন কাজগুলি করলে স্বাভাবিক থাকবে আপনার আর্থিক পরিকল্পনা।


PAN-Aadhaar link: চলতি মাসেই ৩১ মার্চের মধ্যে PAN কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার কার্ড। নতুবা আপনার PAN কার্ড পরের মাস থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তা ছাড়া মার্চের শেষ মানে চলতি আর্থিক বছরেরও শেষ হবে এই মাসেই। ৩১ মার্চের মধ্যেই আয়কর রিটার্ন (ITR), অগ্রিম কর প্রদান ও কর সাশ্রয় বিনিয়োগের মতো কাজ এই মাসেই করতে হবে। মনে রাখবেন, অগ্রিম কর জমার শেষ তারিখ ১৫ মার্চ রেখেছে সরকার।


এই ৫টি টাকা সম্পর্কিত কাজ করতে হবে আপনাকে। 


১ PAN-Aadhaar লিঙ্ক: Aadhaar-PAN লিঙ্ক করার সময়সীমা আগেই বার বার বাড়ানো হয়েছে। আয়কর বিভাগ ৩১ মার্চ এই দুটি গুরুত্বপূর্ণ KYCনথি যুক্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে। আয়কর বিভাগের মতে, এই কাজ না করলে প্যান কার্ড ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান-আধার লিঙ্কিং  ৩১ মার্চের মধ্য়ে করলে আপনাকে ১০০০ টাকা দিতে হবে। 


২ আপডেট করা ITR জমার দিন: ২০১৯-২০ বা ২০২০-২১ অর্ধবর্ষের জন্য আপডেটেড ITR জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ রাখা হয়েছে৷  করদাতাদের মনে রাখা উচিত, তারা এই কাজে ব্যর্থ হলে আপডেট ITR ফাইল করতে পারবেন না। ৩১ মার্চ এই কাজের শেষ তারিখ রাখা হয়েছে।


৩ অগ্রিম ট্যাক্স পেমেন্ট: আয়কর বিভাগের মতে, FY23-এর জন্য অগ্রিম করের শেষ কিস্তি অবশ্যই ১৫ মার্চ এর মধ্যে জমা দিতে হবে। আয়কর আইন অনুযায়ী, একজন ব্যক্তিকে অবশ্যই অগ্রিম কর দিতে হবে। সেই ক্ষেত্রে যদি তার প্রত্যাশিত করের দায় ১০০০০ অথবা TDS কাটার পরে তার বেশি হয় তবেই দিতে হবে এই অগ্রিম টাকা।


৪ কর সাশ্রয় বিনিয়োগ: মার্চের শেষ মানে আর্থিক বছরেরও শেষ, তাই একজন উপার্জনকারী ব্যক্তি যার বার্ষিক আয় আয়কর স্ল্যাবে মৌলিক আয়ের চেয়ে বেশি, তাকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ELSS মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগের উপায়গুলিতে বিনিয়োগ করতে হবে। এই ধরনের ট্যাক্স সেভিং ব্যাঙ্ক এফডি ইত্যাদির মাধ্যমেই আপনি করতে পারেন।


৫ কর সংরক্ষণ বিমা: ট্যাক্স ও বিনিয়োগ বিশেষজ্ঞরা সবসময় একজন উপার্জনকারী ব্যক্তিকে বিনিয়োগের বিকল্প ছাড়া জীবন বিমা নেওয়ার পরামর্শ দেন। কারণ এটি আপনার নির্ভরশীলদের জন্য করা হয়। সুতরাং, জীবন বিমায় বিনিয়োগের বিকল্পের চেয়ে ভিন্নভাবে বিবেচনা করা উচিত। বিমা একজন উপার্জনকারী ব্যক্তিকে আয়করে ছাড় দিতে সাহায্য করে। ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হওয়া নতুন আয়কর নিয়ম অনুসারে, ৫ লক্ষের বার্ষিক প্রিমিয়ামের উপর জীবন বিমা পলিসি থেকে আয় করযোগ্য হবে। কিন্তু, আপনি যদি ৩১ মার্চের আগে ৫ লক্ষের বেশি বার্ষিক প্রিমিয়াম সহ একটি বিমা পলিসি কেনেন, তবে তা নতুন আয়কর নিয়মের আওতায় পড়বে না।


SVB Crisis: সোমবার থেকেই ধস নামতে পারে ভারতের শেয়ার বাজারে ! এই কারণে হবে 'বিপর্যয়'