Paytm: ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থা পেটিএম এখন বিরাট সঙ্কটে। পরপর পদত্যাগ করছেন কর্মীরা। কিছুদিন আগেই সংস্থার প্রেসিডেন্ট ভবেশ গুপ্তা পদত্যাগ করেছেন। এবার আরও দুই সিনিয়র আধিকারিক পদত্যাগ করলেন। পদত্যাগের ধারা এখনও অব্যাহত রয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ ভবেশ গুপ্তা পদত্যাগপত্র (Paytm Crisis) জমা দিয়েছেন। বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট আঘাত পাচ্ছে এর ফলে। মঙ্গলবার গতকাল এই কারণে পেটিএমের শেয়ারের দাম ৫ শতাংশ কমে গিয়েছে।


এবার পেটিএমের আরও দুই সিনিয়র আধিকারিক সংস্থার চিফ বিজনেস অফিসার অজয় বিক্রম সিং এবং অফলাইন পেমেন্টস চিফ বিজনেস অফিসার বিপিল কৌল পদত্যাগ করেছেন। সংস্থার মধ্যে আভ্যন্তরীণ পুনর্গঠন চলছে। এই মাসের শেষদিকে পেটিএম তাঁর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করতে চলেছে। আর এই ফলাফল প্রকাশের আগেই সংস্থার পুনর্গঠনের ফলে পদত্যাগ (Paytm Crisis) করেছেন তিনজন। এর ফলে পরবর্তী প্রজন্মের হাত শক্তিশালী হচ্ছে।


পেটিএম জানিয়েছে যে এটি আসলে সংস্থার পুনর্গঠনের ফলাফল। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত কারণের ভবেশ গুপ্তা পেটিএম থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি সংস্থার পরামর্শদাতা হিসেবে থাকবেন ভবিষ্যতে।


এবার সংস্থা ছাড়লেন অজয় বিক্রম সিং এবং বিপিন কৌল। টানা তিন বছর ধরে পেটিএমে কাজ করছিলেন বিপিন কৌল। অফলাইনে ডিজিটাল পেমেন্ট ও খুচরো ব্যবসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন তিনি। কিউ আর কোড, সাউন্ডবক্স মেশিন এবং কার্ড মেশিন তাঁর দায়িত্বেই ছিল। এর আগে বিপিন কৌল আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্সট ব্যাঙ্কে (Paytm Crisis) কাজ করেছেন। অন্যদিকে অজয় বিক্রম সিং এর আগে শাওমির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তিনি পেটিএমে যোগ দেন।


পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক (Paytm Crisis) নিষিদ্ধ হওয়ার পর বহু কর্মী পদত্যাগ করেছেন। তারপর থেকেই সংস্থার ভিতরে তোলপাড় চলছে। একের পর এক উর্ধ্বতন কর্মকর্তারা পেটিএমে ছেড়েছেন। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এমডি ও সিইও সুরিন্দর চাওলা, ওয়ান ৯৭ কমিউনিকেশনের চিফ মার্কেটিং অফিসার সুমিত মাথুর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীণ শর্মা সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাছাড়া পেটিএম মানির সিইও বরুণ শ্রীধরকে সরিয়ে রাকেশ সিংকে নিয়োগ করা হয়েছে পেটিএমে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: Stock Market Update: বাজারে অস্থিরতা চরমে, ১৬ মাসে রেকর্ড উচ্চতায় India VIX- আরও পতন সামনে ?