Paytm Employee Resignation:  ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থা পেটিএমে বেশ কিছু সময় ধরেই সমস্যা চলছে। এই বছরের জানুয়ারি মাস থেকেই সঙ্কট শুরু হয়েছে পেটিএমে। এমনকী এই সমস্যা ক্রমেই বাড়ছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে পেটিএম (Paytm Layoffs) পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই সমস্যা বাড়ছে পেটিএমে। অর্থনৈতিক সঙ্কটে ভুগছে সংস্থা। একই সময়ে বড় আকারে কর্মী ছাঁটাইও করেছে পেটিএম। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ কর্মীই পেটিএম (Paytm Employee Resignation) সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ আনছে যে তাদের জোর করে চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এমনকী কোনও বিজ্ঞপ্তি না দিয়েই তাদের চাকরি ছাড়তে বলা হচ্ছে। এমনকী চাকরি থেকে ছাঁটাই করার সময় কর্মীদের নাকি কোনও বকেয়া বেতন দেওয়া হয়নি, এই অভিযোগও উঠেছে আর সমস্ত অভিযোগকে ঘিরে কী জানাল পেটিএম ?


সংস্থায় পুনর্গঠন চালাচ্ছে পেটিএম


এর আগেই পেটিএম জানিয়েছিল যে তাদের সংস্থায় (Paytm Layoffs) পুনর্গঠনের কাজ চলছে। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সংস্থা। এই বছর মার্চ ত্রৈমাসিকের শেষে, সংস্থার কর্মীদের সংখ্যাও ব্যাপক হারে কমেছে। এখন এই সংস্থার কর্মীরা অভিযোগ করছেন সংস্থার বিরুদ্ধে যে জোর করে চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের। বহু কর্মী বলেছেন যে, ছাঁটাই হওয়া কর্মীকে ফের সংস্থায় যোগদানের জন্য বলা হচ্ছে, বোনাসের প্রলোভন দেখানো হচ্ছে। আর এই সমস্ত অভিযোগের কারণে সংস্থার মানহানি ঘটছে বিস্তর।


পেটিএম সমস্ত অভিযোগ অস্বীকার করেছে


সমস্ত অভিযোগ একবাক্যে অস্বীকার করেছে পেটিএম সংস্থা, এমনকী জানিয়েছে যে তারা কোনও কর্মীকে বাধ্য করেননি। পেটিএম সংস্থা জানিয়েছে যে, তারা এইচআর টিমকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে অফিসিয়াল মাধ্যমেই সমস্ত কর্মীকে তাদের ছাঁটাইয়ের ব্যাপারে জানানো হয়। এছাড়াও অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী নোটিশ পিরিয়ড বেশ যত্নসহকারে মানা হচ্ছে সংস্থায়। এমনকী ছাঁটাই হওয়া কর্মীর ফুল অ্যান্ড ফাইনাল সেটলমেন্ট করা হচ্ছে পদ্ধতি মেনেই। এর পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের যাতে আবার কাজে ফেরানো যায়, সেই চেষ্টাও করা হচ্ছে। এই সন্ধিক্ষণে কর্মীদের পাশে আছি, এমনটাই জানিয়েছে পেটিএম সংস্থা।


স্বচ্ছ্ব পদ্ধতিতে ছাঁটাই করা হবে


বিগত কয়েক মাসে বহু কর্মী পেটিএম সংস্থা ছেড়ে চলে গেছে। আর যে সমস্ত কর্মী এখনও আশায় ভর করে সংস্থায় কাজ করে চলেছেন, তাদের প্রয়োজনে স্বচ্ছ্বভাবেই ছাঁটাই করা হবে। এমনকী বেশ কিছু কর্মী হোয়াটসঅ্যাপ গ্রুপে এর পর কী করা দরকার তা নিয়ে আলোচনাও করছেন। এখন পেটিএমের মূল লক্ষ্য তাঁর গ্রাহকদের বিশ্বাস পুনরায় অর্জন করা। সংস্থার স্টকের দাম মুহূর্মুহূ পড়ছে। পেটিএমের পেরেন্ট কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনের স্টকের দাম তাঁর ৫২ সপ্তাহের উচ্চতার থেকে ৫৭ শতাংশ পড়ে গিয়েছে।


আরও পড়ুন: EPFO New Rule: ফের বদলে গেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, চাকরিজীবীদের কী সুবিধে হল ?