Central Government Schemes: গত 7 বছর ধরে কেন্দ্রীয় সরকার সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছে এই প্রকল্পগুলি। অটল পেনশন যোজনা, জীবনজ্যোতি বিমা যোজনা (PMJJBY),প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)-র মাধ্যমে কোটি-কোটি দেশবাসীকে এই যোজনাগুলির সুবিধা দিয়েছে সরকার। আপনি যদি এখনও এর সুবিধা না নিয়ে থাকেন, তাহলে এখনই রেজিস্টার করুন।
Government Schemes: ৯ মে ২০১৫-এ শুরু হয়েছিল এই স্কিমগুলি
এই তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সপ্তম বার্ষিকী উপলক্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, গত সাত বছরে এই প্রকল্পগুলির অধীনে নথিভুক্ত ও উপকৃতের সংখ্যাই সরকারের সাফল্যের প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ মে, ২০১৫ সালে এই তিনটি প্রকল্প চালু করেছিলেন।
Central Government Schemes: ১২,৭৬ কোটি মানুষ পেয়েছেন বিমা কভারের সুরক্ষা
এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, জীবন জ্যোতি বিমা যোজনা চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 12.76 কোটি মানুষ বিমা কভারের জন্য নথিভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই 5,76,121 জনের পরিবার তাদের বিমার ক্লেইম হিসাবে 11,522 কোটি টাকা পেয়েছে। এই স্কিমগুলি নিম্ন আয়ের পরিবারের জন্য কোভিডকালে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। 2020-21 অর্থবর্ষে জীবনজ্যোতি যোজনার আওতায় কোভিডে প্রাণ হারানো দেশবাসীর পরিবার এই সাহায্য পেয়েছে।
Government Schemes: সুরক্ষা বীমায় দেওয়া হয়েছে ১৯৩০ কোটি টাকা
কোভিডকালে মহামারী শুরু হওয়ার পর 1 এপ্রিল, 2020 থেকে 23 ফেব্রুয়ারি, 2022 পর্যন্ত, 4,194.28 কোটি টাকার মোট 2.10 লক্ষ ক্লেইমের নিষ্পত্তি করা হয়েছে। যেখানে 99.72 শতাংশ নিষ্পত্তির হারের সঙ্গে দেওয়া হয়েছে এই টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, 28.37 কোটি মানুষ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার (PMSBY) অধীনে দুর্ঘটনা কভারের জন্য রেজিস্টার করেছেন। এই সময়ে মোট 97,227টি দাবির ক্ষেত্রে 1,930 কোটি টাকা দেওয়া হয়েছে।
Central Government Schemes: জীবন জ্যোতি যোজনায় কত কভার পাবেন জানেন ?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) 2 লক্ষ টাকার একটি জীবন বিমা কভার দেয়। যেখানে PMSBY-এর আওতায় মৃত্যু বা স্থায়ীভাবে অক্ষমতার ক্ষেত্রে 2 লক্ষ টাকা ও অস্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 1 লক্ষ টাকা দেয় সরকার।
Government Schemes: ৪ কোটি মানুষ অটল পেনশন যোজনায় রেজিস্টার করেছেন
এই সাফল্অযের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী অটল পেনশন যোজনার কথা উল্লেখ করেন। যেখানে তিনি বলেন, এখনও পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ এই পেনশন যোজনার আওতায় রেজিস্ট্রেশন করেছেন।
আরও পড়ুন : State Bank Vs Post Office: কোথায় বিনিয়োগে বেশি সুদ, স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস ?