Employee Provident Fund Organisation: আর বেশিদিন দেরি নেই। 2021-22 এর EPF সুদের হার নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার। গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে পারে EPFO ​​বোর্ডের বৈঠক। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে EPF সুদের হার নিয়ে সিদ্ধান্ত। 


EPFO-এর ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটির হাতেই রয়েছে সবকিছু। বুধবার 2021-22 সালের EPF-এর সুদের হার নিয়ে বৈঠকে বসতে চলেছে কমিটি। এই বৈঠকে EPFO-এর আয় নিয়ে আলোচনা হবে। এই কমিটি ইপিএফ সুদের হার সম্পর্কে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিকে তাদের পরামর্শ দেবে। পরবর্তীকালে যার ভিত্তিতে ইপিএফও(EPFO)বোর্ড সুদের হারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


EPFO Update: বিভিন্ন রিপোর্ট বলছে, 2021-22 এর জন্য EPF-এ সুদের হার 8.5 শতাংশ থাকতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচন ও মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি মাথায় রেখে সুদের হার নিয়ে বড় কিছু করতে যাবে না সরকার। 2020-21 সালে 6 কোটি EPF সদস্যদের জন্য 8.5 শতাংশ সুদ দিয়েছে সরকার। যা অ্যাকাউন্টধারকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। 


EPFO-তে প্রতি মাসে জমা হয় ১৫০০০-১৬০০০ কোটি টাকা : EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠকে EPF সুদের হারের সাথে এবার InvITs-এ বিনিয়োগের প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা। চলতি বছরেই বিকল্প বিনিয়োগ তহবিলে লগ্নির অনুমোদন দিয়েছে EPFO।  মূলত, EPFO-তে জমার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বিনিয়োগের একটি নতুন উপায়ের প্রয়োজন তৈরি হয়েছে। সেই কারণে দীর্ঘমেয়াদী InvITs-এ বিনিয়োগের প্রস্তাব বিবেচনা করতে পারে সরকার।


Employee Provident Fund Organisation: প্রতি মাসে EPFO-তে প্রায় 15000-16000 কোটি টাকা জমা হচ্ছে। মনে করা হচ্ছে, 2021-22 সালে EPFO-র আমানত 1.8 লক্ষ কোটি থেকে 1.9 লক্ষ কোটি টাকার মধ্যে বাড়তে পারে। এর মধ্যে 15 শতাংশ অর্থ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। অবশিষ্ট অর্থ ঋণপত্রে বিনিয়োগ করা হয়। আমানতের বৃদ্ধির হার বিবেচনা করে EPFO এবার তার বিনিয়োগ অন্য খাতে বাড়াতে চাইছে। সেই কারণে InvIT-এর কথা ভাবা হচ্ছে। আসলে InvITs হল  infrastructure investment trust।