Share Market Update: আশঙ্কাই সত্যি হল। গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে বাজারে। নিফটি নেমেছে প্রায় ২ শতাংশের কাছাকাছি। সবথেকে খারাপ অবস্থা আইটি ইনডেক্সের। ৪ শতাংশ কমছে ইনফরমেশন টেকনোলজির সূচক।


Stock Market Opening: আইটির কোন স্টকের কী অবস্থা ?
এদিন সবথেক খারাপ অবস্থা হয়েছে ইনফোসিসের । সাত শতাংশ কমেছে কোম্পানির শেয়ার। কদিন আগেই কোম্পানির বছরের প্রথম ত্রৈমাসিকের ফল সামনে আসে। সেখানে ভাল ফল করলেও বাজাজের আশা পূরণ করতে পারেনি ইনফোসিস। এদিন সবার তুলনায় তাই বেশি তলানিতে নেমেছে স্টক। এদিন ১৬০৫ খোলে স্টক। পরে ১৬৫০ পর্যন্ত গেলেও ফের তা নিচে নামতে শুরু করে। একই অবস্থা উইপ্রো , টিসিএস-এর। সেখানে পড়েছে শেয়ারের দাম। তবে উইপ্রো ৩ শতাংশ ও টিসিএস কমেছে ২.৮৮ শাতাংশের নিচে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত এই পরিস্থিতি হয়েছে স্টকের।


Share Market Today:  সব জল্পনা শেষ ?
পিভট চার্ট অনুসারে, নিফটির মূল সাপোর্ট জোন 17,401-17,326-এ রয়েছে। যদি নিফটির সূচক উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে 17,607 ও 17,739-এর বড় বাধা রয়েছে। এখানে দাঁড়িয়ে নিফটির রেজিস্ট্যান্স জোন। যদিও এদিন টেকনিক্যাল চার্ট মেনে নামেনি বাজার। গ্যাপ ডাউন ওপেনিং হওয়ায় সকাল এগারোটার মধ্যে নিফটি ১৭,১৫০-এ চলে আসে। এই ক্ষেত্রে ১৭,১০০ বা ১৭০০০ হতে পারে নিফটির সাইকোলজিক্যাল সাপোর্ট জোন। এখান থেকে খুব একটা পড়র সম্ভাবনা কম সূচকের। সেই ক্ষেত্রে আগামী দিনে সাইডওয়াইজ মুভ করতে পারে বাজার। তবে মনে করা হচ্ছে, চলতি সপ্তাহে আরও নিচে নামতে পারে সূচক। সেইক্ষেত্রে ১৬,৮০০ নিফটির স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে। সেখানে না থামলে চিন্তা বাড়বে বিনিয়োগকারীদের।


আরও পড়ুন : Share Market Today: সপ্তাহের শুরুতেই পড়বে বাজার ! কী হতে পারে নিফটির সাপোর্ট-রেজিস্ট্যান্স ?