Stock Market Today: গত সপ্তাহে তিনদিন পড়েছে বাজারের সূচক। একাধিক ছুটির কারণে বুধবারে বন্ধ হয়েছে বাজারের লেনদেন। সেইদিক থেকে আজ ফের বাজার ওঠার আশায় বুক বাঁধছে বিনিয়োগকারীরা। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছে অন্য কথা।
Share Market Today: কীসের জন্য বাড়ছে চিন্তা ?
গত সপ্তাহে অনবরত তেলের দাম বৃদ্ধি চিন্তায় রেখেছে বাজারকে। কিছুটা থিতিয়ে ফের মাথাচাড়া দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতেই এখন আশঙ্কার প্রহর গুণছে বিশ্ব। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের ওপর এবার রাসায়নিক বা পরমাণু বোমা ফেলতে পারে ক্রেমলিন। সেই ক্ষেত্রে যুদ্ধ থামার নাম নেবে না। ফলে বেড়েই যাবে অপরিশোধিত তেলের দাম। যার মারাত্মক প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। এই ফল ভুগতে হবে ভারতীয় শেয়ার বাজারকে।
Stock Market Today: মূল্যবৃদ্ধিতে জেরবার বাজার
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট এক রাখলেও চিন্তা বাড়াচ্ছে আমেরিকার অর্থনীতি। মনে করা হচ্ছে, মার্কিন মুলুকের মূল্যবৃদ্ধির হার রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে পারে জো বাইডেনের সরকার। সেই ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করতে পারে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র একবার এই পথে হাঁটলে প্রভাব পড়বে ভারতীয় বাজারে। সেই ক্ষেত্রে সুরক্ষিত সুদের আশায় আমেরিকার ব্যাঙ্কে টাকা রাখবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। ফলে দেশের বাজার থেকে টাকা তুলে নিতে পারে তারা। একই সঙ্গে দেশের বিভিন্ন বড় কোম্পানির ত্রৈমাসিকের ফল চিন্তায় রেখেছে বাজারকে। যা
স্টকের ওপর প্রভাব ফেলবে বলে খবর।
Share Market Today: কোথায় দাঁড়িয়ে নিফটির সাপোর্ট-রেজিস্ট্যান্স ?
পিভট চার্ট অনুসারে, নিফটির মূল সাপোর্ট জোন 17,401-17,326-এ রয়েছে। যদি নিফটির সূচক উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে 17,607 ও 17,739-এর বড় বাধা রয়েছে। এখানে দাঁড়িয়ে নিফটির রেজিস্ট্যান্স জোন। তাই সোমবার সপ্তাহের শুরুতে বাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই দেখে নিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেই ক্ষেত্রে এন্টার -এক্জিটের সিদ্ধান্ত নিতে অনেকটাই সুবিধা হবে আপনার।
আরও পড়ুন ; Post Office Scheme: ১ টাকার কয়েন নিয়ে সমস্যা ! সমাধান পেতে করুন এই কাজ