Stock Market Today: চিন্তা বাড়ল এলআইসি হাউজিং ফাইন্যান্সের (LIC Housing Finance) বিনিয়োগকারীদের (Investment)। ত্রৈমাসিক ফল আশামতো না হওয়ায় আরও পড়তে পারে এই কোম্পানির স্টক (Share Market Today)। যদিও বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণা করে হতাশ করেনি কোম্পানি। এখন কিনলে লাভ (Profit) পাবেন ? 


কত টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানি
LIC হাউজিং ফাইন্যান্স (LIC Housing Finance) মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। চলতি ত্রৈমাসিকে কোম্পানিটি মুনাফা কমেছে। এর পরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার কথা  ঘোষণা করেছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে তথ্য দেওয়ার সময়, কোম্পানি জানিয়েছে , তারা 2 টাকা ফেস ভ্যালুর শেয়ারে 9 টাকা হারে ডিভিডেন্ড দিচ্ছে। কোম্পানি বর্তমানে 450 শতাংশের বিশাল লভ্যাংশ দিচ্ছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন নেওয়া হবে বলেও জানিয়েছে কোম্পানি। এজিএমে লভ্যাংশ অনুমোদনের পর এই টাকা ৩০ দিনের মধ্যে শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে জমা হবে।


কোম্পানির ফল কেমন হয়েছে ?
এলআইসি হাউজিং ফাইন্যান্স কোম্পানি (LIC Housing Finance) মার্চ 2024-এর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে৷ কোম্পানির নিট মুনাফায় একটি বড় পতন হয়েছে। এটি গত বছরের ত্রৈমাসিকের থেকে 7.6 শতাংশ কমে 1090.80 কোটি টাকায় নেমে এসেছে৷ গত বছরের একই ত্রৈমাসিকে কোম্পানিটির মুনাফা ছিল 1180 কোটি টাকা। কোম্পানিটি এই সময়ের মধ্যে সুদের মাধ্যমে 2,237.60 কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় 12.40 শতাংশ বেশি।


কোম্পানির শেয়ারের অবস্থা কেমন?
বুধবার কোম্পানির ঘোষিত ফলাফলের পর গতকাল কোম্পানির শেয়ারে পতন দেখা গেলেও ১৬ মে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে দেখা যায় এবং বর্তমানে এর দাম ৬৪৭.৯০ টাকা। 2.69 শতাংশ বৃদ্ধির সাথে এই গ্রোথ দিয়েছে। স্টক 2 মে কোম্পানির শেয়ার সাত বছরের সর্বোচ্চ 682.90 টাকায় পৌঁছেছিল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন:  Kangana Ranaut LIC Policy: কঙ্গনা রানাউতের আছে ৫০টি এলআইসি পলিসি, সোশ্যাল মিডিয়ায় এই বলছে নেটিজেনরা