Stock Market Update: আশা জাগিয়েও নিরাশ করছে বাজার (Stock Market)। চলতি সপ্তাহে টানা তিনদিন সূচক থামল লালে। কোনও ধরনের দিশা না পেয়ে ঝুঁকির বিনিয়োগ করতে পিছপা হচ্ছেন ক্রেতারা । শুক্রবার সূচক নিচে নামলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল এই স্টক।
Share Market today: কেমন ছিল বাজার ?
এদিন সকাল থেকেই হতাশা ছিল দালাল স্ট্রিটে (Dalal Street)। সপ্তাহের শেষ দিনে এমনিতেই সুইং ট্রেডিংয়ে বড় অঙ্ক বিনিয়োগ করতে ভরসা পাচ্ছিলেন না লগ্নিকারীরা। সাম্প্রতিক অতীতে (Nifty)নিফটি ১৭,৩০০ ছুঁয়ে ফেলায় স্বস্তির নিশ্বাস ফেলেছিল বাজার। কিন্তু পরবর্তীকালে সেভাবে লাভ দেখাতে পারেনি বুলসরা। এদিনও 'সাইডওয়াজ' চলে মার্কেট। দিনের শেষে ১৭,১৫৩ তে দৌড় থামে নিফটির। পাশাপাশি ৫৭,৩৬২তে বন্ধ হয় সেনসেক্স (Sensex)।
Stock Market Update: জিরো বাজারে হিরো টাটার এই স্টক
এদিন শেয়ার বাজার সেভাবে গতি না ধরলেও নিফটির বাজি ছিল টাটাএলেক্সি (Tata Elxsi)। সকাল থেকেই গতি বাড়ায় টাটা এলএক্সির বুলসরা। সেই অনুযায়ী একসময় ১২ শতাংশ ওপরে চলে যায় শেয়ারের দাম। ৭৬৪৯-এ ওপেনিং হলেও ৮৫৩৪ ছঁয়ে ফেলে এই স্টক (Tata Elxsi)। দিনের শেষ অবশ্য ১০.৯৩ শতাংশ লাভ দেয় কোম্পানি। দিনের শুরু থেকেই দুর্দান্ত ভলিউমে ওপরে উঠতে শুরু করে টাটার এই আইটি শেয়ার। মূলত , বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছ এই কোম্পানি।
Share Market today: কী বলছেন বিশেষজ্ঞরা ?
বাজার বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে বড় বাজি হতে পারে টাটা এলেক্সি। ইলেকট্রিক গাড়ির মার্কেটে বড় পারফর্মার হবে এই কোম্পানি। আগে থেকেই যা বুঝতে পরেছে বাজার। তাই দাম বেশি হলেও এই স্টক কিনতে দেরি করছেন না বিনিয়োগকারীরা। অনেকেই এই স্টকের দুর্দান্ত পারফরম্যান্সকে ব্রেকআউট হিসেবে ধরছেন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী ত্রৈমাসিকের মধ্যেই
১০,০০০টাকা ছুঁতে পারে এই স্টক। সেই ক্ষেত্রে নিফটি ১৫,৮০০-র নিচে যারা কিনেছেন, এখন দারুণ লাভের মুখ দেখতে পারছেন তাঁরা। তবে অনেকেই এই সময় প্রফিট বুক করতে পারেন। সেই ক্ষেত্রে কিছুটা নিচে এসে ফের দৌড় শুরু করতে পারে টাটা এলএক্সি। তাই আগামী সপ্তাহের শুরুতেই এই স্টকের দিকে নজর থাকবে বিনিয়োগকারীদের।