Fuel Price:  বেশ কিছুদিন ধরেই কলকাতার বাজারে দামে কোনও হেরফের দেখা যাচ্ছে না পেট্রোল ও ডিজেলের। তবে সারা ভারত জুড়ে বেশ কিছু শহরে মঙ্গলবার দাম (Petrol Diesel Price) খানিক বাড়ে, কোথাও আবার খানিক কমতেও দেখা গিয়েছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁতে চলেছে ৮০ ডলার। আর এই আবহে দামে হেরফের আজ জ্বালানি তেলের দামে। কোথায় বাড়ল দাম ? কোথায় আবার সস্তা হল ? দেখে নিন এক ঝলকে।


গত ২ ফেব্রুয়ারি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ কমেছিল। কিন্তু তারপরেও শহরে দাম কমেনি তেলের। বেশ কিছু শহরে দাম আবার বেড়েও গিয়েছিল। আজও অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে, ব্যারেল প্রতি ০.৪০ ডলার বেড়েছে এই দাম। মঙ্গলবার তেল বিপণনকারী সংস্থাগুলি জানিয়েছে, নয়ডায় আজ তেলের দাম খানিক বেড়েছে, অন্যদিকে পাটনায় তেল ফের সস্তা হয়েছে।


কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম


কলকাতায় মঙ্গলবারের বাজারে দাম (Petrol Diesel Price) একই আছে পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।


অন্য মহানগরে কত দাম



  • দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

  • চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

  • মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।

  • বেঙ্গালুরুতে জ্বালানি তেলের দাম কিছুটা হলেও কম। পেট্রোলের লিটার প্রতি দাম এখানে ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭. ৮৯ টাকা।


কোথায় দাম বাড়ল


নয়ডাতে আজ আবার পেট্রোলের দাম বেশ চড়া। এখানে প্রতি লিটারে পেট্রোলের দাম ৪৭ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা এবং ডিজেলের দামও ৩৮ পয়সা বেড়ে হয়েছে ৯০.১৪ টাকা।


কোথায় দাম কমল



  • উত্তরপ্রদেশের লখনউতে আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ১০ পয়সা কমে হয়েছে ৯৬.৪৭ টাকা এবং ডিজেলের দামও ১০ পয়সা হারে কমে হয়েছে ৮৯.৬৬ টাকা।

  • বিহারের রাজধানী পাটনাতেও আজ দাম কমেছে। পেট্রোলের দাম এখানে আজ লিটার প্রতি ৩৫ পয়সা কমে হয়েছে ১০৭.২৪ টাকা এবং ডিজেলের দাম ৩২ পয়সা কমে হয়েছে ৯৪.০৪ টাকা।


আরও পড়ুন: Paytm Share Price: ৩ দিনে ৪২ শতাংশ পড়ল পেটিএমের শেয়ার, কত খোয়ালেন বিনিয়োগকারীরা