নয়াদিল্লি: ২০০৮ সালে মুক্তি পায় 'ভূতনাথ' (Bhootnath)। সঙ্গে সঙ্গেই সিনেপ্রেমীদের মন জয় করে এই ছবি। ভূতের সঙ্গে বাড়ির খুদে সদস্যের বন্ধুত্ব মন ছুঁয়ে যায় দর্শকের। বলাই বাহুল্য অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলার (Juhi Chawla) মতো তারকা অভিনেতারা তাঁদের উপস্থিতি ছত্রে ছত্রে বুঝিয়ে দেন। আর সকলের পাশাপাশি নজর কাড়েন আরও এক শিল্পী। ভূতনাথের বন্ধু, বঙ্কু। প্রায় ১৬ বছর পর ফের শিরোনামে সেই বঙ্কু, এখন সে পরিণত, হঠাৎ দেখলে চিনতে পারবেন না। 


বড় হয়ে গিয়েছে বঙ্কু, কেমন দেখতে হয়েছে তাঁকে?


আমান সিদ্দিকি (Aman Siddiqui), 'ভূতনাথ' ছবিতে মিষ্টি খুদে বঙ্কুর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির গল্প অনুযায়ী, শাহরুখ ও জুহির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৬ বছর পর স্বাভাবিকভাবেই প্রাপ্তবয়স্ক হয়েছেন আমান। ছোটবেলার ছবির সঙ্গে মিল খুঁজে পাবেন না কোথাও। হঠাৎ দেখলে চিনতেও পারবেন না। 


সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন বঙ্কু ওরফে আমান সিদ্দিকি। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট অনুরাগীদের হতভম্ব করেছে একপ্রকার। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টের ছবিগুলিতে দেখা যাচ্ছে একগুচ্ছ ক্যানডিড শট তাঁর। কোনও কথায় প্রবল হাসছেন তিনি। ক্যাপশনে কিছুই লেখেননি তিনি, কেবল ক্যামেরার ইমোজি দিয়েছেন। শেষ ছবিতে ট্রাভিস স্কটের একটি ছবি ও কোটেশন। 


 






তাঁর পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা। কেউ লিখলেন, 'বঙ্কু ভাইয়া'। কেউ লিখলেন, 'বঙ্কু... তুই তো বড় হয়ে গেলি রে।' আবার কেউ লিখলেন, 'এমন ব্রহ্মাণ্ডে বেঁচে থাকতে পারব না যেখানে তুমি ওই ফোলা গালগুলো হারিয়ে ফেলেছ।' আবার কেউ লিখলেন, 'ও বড় কেন হয়ে গেল, ছোটবেলায় কত মিষ্টি ছিল।' প্রসঙ্গত, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমানের চেহারায় যে আমূল পরিবর্তন এসেছে তা বলাই বাহুল্য। নেই সেই ভারী ফোলা গাল। এখন তিনি একেবারে ছিপছিপে চেহারার 'হ্যান্ডসাম হাঙ্ক'!


আরও পড়ুন: Dev: সরকারি পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ, 'টেক্কা' দিয়ে অন্য খবর শোনালেন দেব


এর আগে একবার ওই ছবিতে নিজের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, তারকা বিগ বি তাঁর সঙ্গে খুব ভাল ব্যবহার করতেন এবং একসঙ্গে তাঁরা ক্রিকেটও খেলতেন। অভিনয়ের ক্ষেত্রে তাঁর দৃশ্য বা সংলাপের ক্ষেত্রে অমিতাভ বচ্চন তাঁকে সাহায্য করতেন বলেও জানান আমান। স্মৃতির পাতা উল্টে আমান জানিয়েছিলেন একবার তিনি ফ্রেম থেকে বেরিয়ে গিয়েছিলেন, তখন শাহেনশাহ্ই তাঁকে শিখিয়েছিলেন যে পরিচালক যতক্ষণ না 'কাট' বলছেন ততক্ষণ নিজের জায়গা ছেড়ে না নড়তে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।