কলকাতা : উৎসবের মরশুমের প্রাক্কালে বেশ খানিকটা চড়ল পেট্রোলের দাম (Petrol Price Hike)। কলকাতায় দরের ভিত্তিতে একধাক্কায় ৪২ পয়লা বেড়ে গিয়েছে দাম। পেট্রোলের দাম চড়লেও অপর গুরুত্বপূর্ণ জ্বালানি ডিজেলের দরও বেশ খানিকটা বেড়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কলকাতা কত দাম পেট্রোল-ডিজেলের ? দেখে নিন একঝলকে।
২১ ডিসেম্বর কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ১০৭ টাকা ২৬ পয়সা। গতকালের থেকে এদিন পেট্রোলের লিটারপ্রতি ৪২ পয়সা দাম বেড়েছে। এদিকে, কলকাতা ডিজেলের লিটারপ্রতি গতকালের থেকে দাম বেড়েছে ৩৯ পয়সা। ২১ ডিসেম্বর কলকাতায় লিটারপ্রতি ডিজেল বিকোচ্ছে ৯৩ টাকা ৯০ পয়সায়।
প্রতিদিন সকালে ৬ টায় নতুন হার প্রকাশিত হয়-
প্রতিদিন সকাল 6 টায় পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন দর প্রকাশিত হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে, এর দাম মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই এত দামে পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে।
আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে-
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
আরও পড়ুন- ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।