Fuel Price Today:  জ্বালানি তেলের দাম (Petrol Price) প্রতিদিনই ওঠানামা করে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপরেই নির্ভর করে এই দাম। আজ শনিবার সপ্তাহান্তে এসে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের সীমা ছুঁয়ে ফেলেছে। কিন্তু এই বর্ধিত দামের কোনও প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price)। গতকালের থেকে কোনও হেরফের ঘটেনি সেভাবে। রাজ্যের মধ্যে কিছু জেলায় দাম আজও সস্তা, কোথাও আবার খানিক চড়া দামে বিকোচ্ছে পেট্রোল ডিজেল। আজ দেখে নিন কোথায় কোথায় দাম বেশি পড়ছে জ্বালানি তেলের।


কলকাতায় কত দাম


কলকাতায় বহুদিন ধরেই পেট্রোলের দামে কোনও হেরফের নেই। আজ ৬ এপ্রিলও কলকাতায় দাম একই আছে পেট্রোল ডিজেলের। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।


অন্যান্য শহরে কোথায় কত দাম


দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।


চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৪৩ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।


রাজ্যের কোথায় বাড়ল দাম


আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটারে ৪৪ পয়সা বেড়ে হয়েছে ১০৫.১৭ টাকা এবং ডিজেলের দাম ৪১ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯১.৯০ টাকা।


কোচবিহারে পেট্রোলের দাম লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৩১ টাকা এবং ডিজেলের দাম ২৪ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯২.০২ টাকা।


দার্জিলিংয়ে আজ পেট্রোলের দাম লিটারে ১৮ পয়সা হারে বেড়ে হয়েছে ১০৩.৯১ টাকা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০.৭৩ টাকা।


দেখা গিয়েছে আজ শনিবার ৬ এপ্রিল রাজ্যের বেশিরভাগ জেলাতেই দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। অন্যদিকে ভারতের বেশ কিছু রাজ্যে আজ দাম একই আছে গতকালের মতই। বাড়েওনি, কমেওনি। ২০২২ সালের মে মাস থেকে একই হারে চলছে পেট্রোল ডিজেলের দাম। তবে গত মাসে জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা হারে কমিয়েছিল কেন্দ্র সরকার।


আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রোল ও ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠাতে হবে। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান ঘরে বসে মোবাইলে পেট্রোলের দাম জানার জন্য।


আরও পড়ুন: Top Performing Sector: ৩ মাসেই ১৩২ শতাংশ বেড়েছে সূচক, কোন সেক্টরে সবথেকে বেশি বৃদ্ধি এই বছর ?