Glowing Skin: দেশজুড়ে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজো এবং নবরাত্রি সবে শেষ হয়েছে। এরপর রয়েছে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটার মতো আনন্দোৎসব। তারপর আবার বছর শেষে ক্রিসমাস এবং নতুন বছরকে স্বাগত জানানোর পালা। মাঝে রয়েছে বিয়ের মরশুমও। অতএব উৎসবের দিন হোক কিংবা বিয়েবাড়ির নিমন্ত্রণ, সব জায়গাতেই আপনার ত্বক কিন্তু একদম ঝকঝকে থাকা জরুরি। তবেই না সকলের ভিড়েও নজর কেড়ে নেবেন আপনিই। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য এখন থেকেই নিয়মিত পরিচর্যা শুরু করে দিন। কারণ শীতের মরশুমও আসতে চলেছে। ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে আপনার সামান্য ভুলেই। তাই সতর্ক থাকা জরুরি।
ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য সপ্তাহে এক বা দু'দিন স্ক্রাব ব্যবহার করতে পারেন। বাড়িতেই তৈরি করে নিন ফেস স্ক্রাব। কী কী উপকরণ ব্যবহার করলে ত্বকের জেল্লা বজায় থাকবে এবং ত্বক মোলায়েম হবে, দেখে নিন।
- মধু এবং ওটসের গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিন ফেস স্ক্রাব। ওটস খুব ভাল স্ক্রাবারের কাজ করে। ত্বকের ডেড সেল ভালভাবে দূর করতে সাহায্য করে। আর মধু ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে মোলায়েম ভাব বজায় রাখতে সাহায্য করে। তাই মধু এবং ওটসের গুঁড়ো একটা কাচের পাত্রে ভালভাবে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। মুখের ত্বক ছাড়াও গলা, হাত-পা, কনুই, ঘাড় এইসব অংশেও এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।
- পাকা পেঁপে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ভাল করে চটকে নিতে হবে ওই পেঁপে টুকরোগুলি। তারপর এর সঙ্গে মিশিয়ে দিন মধু। এরপর ওই মিশ্রণ স্নানের আগে মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন মুখ। এই ফেস প্যাক ত্বকের ট্যান, কালচে দাগছোপ দূর করে উজ্জ্বল ভাব বজায় রাখতে সাহায্য করে।
- পাকা কলার সঙ্গে মিশিয়ে নিন চিনি। এই মিশ্রণও ত্বকে ময়শ্চারাইজড বা আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে। আর চিনি সবসময়েই খুব ভাল ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে।
- পাতিলেবুর রসের সঙ্গে চিনি মিশিয়েও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও ত্বকের জেল্লা ফেরাতে কাজে লাগে হলুদ এবং দুধের সর মেশানো ফেস স্ক্রাব। এছাড়াও কফির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে তৈরি করা যায় স্ক্রাব। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন শসার রস। কিংবা ওটসের গুঁড়োর সঙ্গে পাকা কলা মিশিয়ে তৈরি করে নিতে পারেব স্ক্রাব।
আরও পড়ুন- পিরিয়ডসের প্রথম দু'দিন তলপেটে অসহনীয় যন্ত্রণা? খেয়ে দেখতে পারেন এই খাবারগুলি, আরাম পাবেন
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।