Fuel Price Today: আজ শনিবার ২৯ জুন দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ভোর ৬টার সময় আজকের তেলের দাম প্রকাশ করেছে। অপরিশোধিত তেলের দাম (Petrol Price Today) বিশ্ববাজারে কমের দিকে। তবু দেশে তেলের দামে সেভাবে কোনও হেরফের ঘটেনি। কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লিতে এখনও দাম (Petrol Diesel Price) একই আছে। তবে গতকাল মুম্বইতে দাম কমেছে পেট্রোল ডিজেলের। অনেকটাই সস্তা হয়েছে মহারাষ্ট্রে জ্বালানি তেলের দাম।


তবে আজ দেশের অন্যান্য রাজ্যে কোথাও দাম বেড়েছে, কোথাও কমেছে। বাংলাতেও আজ ২৯ জুন শনিবার বেশ কিছু জেলায় দাম (Fuel Price) বেড়েছে পেট্রোল ডিজেলের।


মুম্বইতে কমেছে জ্বালানি তেলের দাম


২৮ জুন অর্থাৎ গতকাল মহারাষ্ট্র সরকার ঘোষণা করে মুম্বইতে ডিজেলের উপর কর ২৪ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হবে। এর ফলে দাম কমে যাবে লিটারে ২ টাকা হারে। আবার অন্যদিকে পেট্রোলের উপর কর কমে যাবে ২৬ শতাংশ থেকে ২৫ শতাংশ যার ফলে পেট্রোলের দাম কমে যাবে লিটারে ৬৫ পয়সা হারে। মুম্বই, নভি মুম্বই ও থানে অঞ্চলের জ্বালানি তেল এবার সস্তা হল।


মুম্বইতে আজ কত দাম পেট্রোলের


আজ ২৯ জুন মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৪.২১ টাকা থেকে কমে হয়েছে ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৯২.১৫ টাকা থেকে কমে হয়েছে ৮৯.৯৭ টাকা।


কলকাতায় পেট্রোলের দাম


কলকাতায় আজ ১৩ জুন পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। কোনও বদল হয়নি জ্বালানি তেলের দামে।


অন্য শহরে কোথায় কত দাম


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৪ টাকা।


গুরগাঁওতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৫.০৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৯১ টাকা।


হায়দরাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.৪১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৫.৬৫ টাকা।


লক্ষ্ণৌতে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৫২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬১ টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?