Fuel Price: লোকসভা নির্বাচন চলছে। গতকাল ৭ মে সারা দেশে হয়ে গেল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। গতকাল বাংলার বেশ কিছু জেলায় দাম কমেছিল পেট্রোল ডিজেলের। বেশ কিছু রাজ্যেও দাম কমতে দেখা গিয়েছিল। আজ ভোটের পরের দিন দাম কমেছে কোনও কোনও রাজ্যে। বাংলার বেশ কিছু জেলায় দাম (Petrol Price Today) আবার বাড়তে দেখা গিয়েছে। বিশ্বের বাজারে যেভাবে অপরিশোধিত তেলের দাম কমছে, তাঁর প্রভাব কিন্তু পেট্রোল ডিজেলের দামে দেখা যাচ্ছে না। আজ ৮ মে বুধবার বাংলার কোন জেলায় দাম (Fuel Price Today) বেড়েছে পেট্রোলের, কোথায়ই বা কমেছে, দেখে নিন একঝলকে।


কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও  প্রায় ১০০ টাকার কাছে ঘোরাফেরা করছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য (Petrol Price Today) কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।


কোন শহরে কত দাম জ্বালানি তেলের


আজ নয়াদিল্লিতে রাজধানীতে পেট্রোলের দাম (Petrol Price) এখন প্রতি লিটার ৯৪.৭২ টাকা, যা আগে ছিল ৯৬.৭২ টাকা প্রতি লিটার। যেখানে ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা, যা আগে ছিল ৮৯.৬২ টাকা প্রতি লিটার।


আজ মুম্বইয়ে পেট্রোল প্রতি লিটারে ১০৪.২১ টাকা, কলকাতায় ১০৩.৯৪ টাকা। চেন্নাইতে প্রতি লিটার ১০০.৭৫ টাকা হয়েছে।


যেখানে ডিজেলের দাম (Petrol Price Today) হয়েছে মুম্বইতে প্রতি লিটার ৯২.১৫ টাকা। কলকাতায় ৯০.৭৬ টাকা এবং চেন্নাইয়ে প্রতি লিটার ৯২.৩৪ টাকা।


বেঙ্গালুরুতে পেট্রোলের দাম আজ লিটারে ৯৯.৮৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৫.৯৩ টাকা।


হায়দরাবাদে পেট্রোলের দাম যেখানে প্রতি লিটারে ১০৭.৪১ টাকা, সেখানে ডিজেলের দাম আজ লিটারে ৯৫.৬৫ টাকা।


নয়ডাতে পেট্রোল আজ ৯৪.৮৩ টাকা লিটারে এবং ডিজেলে সেখানে ৮৭.৯৬ টাকা প্রতি লিটার।


কোন কোন জেলায় দাম কমল আজ


বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় আজ পেট্রোল ও ডিজেলের দাম বেশ খানিকটা কমে গিয়েছে।


কোন জেলায় দাম বাড়ল


অন্যদিকে আলিপুরদুয়ার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, হুগলি, ঝাড়্গ্রাম, কালিম্পং, নদিয়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর জেলায় দাম বেড়ে গিয়েছে জ্বালানি তেলের। কিছু জেলায় কলকাতার থেকেও দাম চড়েছে পেট্রোলের।


আরও পড়ুন: Ananya Birla: গান ছেড়ে এবার অন্য কাজ, বিড়লা পরিবারের কন্যা ধরছেন এই 'ব্যাটন'