নয়াদিল্লি: কোভিড টিকার ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে তারা। এবার বাজার থেকে নিজেদের তৈরি কোভিড টিকা তুলে নিতে উদ্য়োগী হল AstraZeneca. ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা AstraZeneca অতিমারির সময় কোভিড টিকা বাজারে এনেছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে ওই টিকা তৈরি করেছিল তারা। ভারতে তাদের ওই টিকা কোভিশিল্ড নামে বাজারে ছেড়েছিল Serum Institute of India. সেই টিকাই এবার বাজার থেকে তুলে নিতে উদ্যোগী হল AstraZeneca. (AstraZeneca COVID Vaccine)


বাজার থেকে কোভিশিল্ড তুলে নেওয়ার কারণ হিসেবে AstraZeneca জানিয়েছে, ব্যবসায়িক কারণেই কোভিড টিকা তুলে নিচ্ছে তারা। এই মুহূর্তে কোভিড টিকার নয়া একাধিক সংস্করণে উপচে পড়ছে বাজার। চরিত্র বদলের পর করোনার একাধিক নয়া রূপ যেমন সামনে এসেছে, তার মোকাবিলায় করতে টিকাও আপডেট করতে হয়েছে। ফলে পুরনো টিকা তুলে নেওয়া হচ্ছে। (COVID 19 Vaccine)


ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্বেচ্ছায়ই নিজেদের তৈরি কোভিড টিকা বিক্রির অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে তারা। জানিয়েছে, ওই টিকা আর তৈরি করা হচ্ছে না, আগামী দিনে তা আর ব্যবহারও করা যাবে না। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে AstraZeneca-র তৈরি টিকা ব্যবহৃত হয়, সেখান থেকেও একে একে টিকা তুলে নেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।


আরও পড়ুন: Ajmer Mosque:আজমেঢ়ের মসজিদের জায়গায় অতীতে মন্দির, VHP-র দাবি ঘিরে ফের আলোড়ন


কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ব্রিটেনেই ৫০টির বেশি মামলা হয়েছে AstraZeneca-র বিরুদ্ধে। প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী মানুষজন। এমন বহু অভিযোগ সামনে এসেছে, যেখানে AstraZeneca-র তৈরি কোভিড টিকা নেওয়ার পর রোগী মারা গিয়েছেন বা বিরল রোগে আক্রান্ত হয়েছেন। আদালতে মামলা চলাকালীন ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মেনে নেয় AstraZeneca-ও। জানায়, তাদের তৈরি টিকা থেকে কিছু ক্ষেত্রে TTS বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের ঝুঁকি রয়েছে। এর ফলে রক্ত জমাট বেঁধে যায়, প্লেটলেট কমে যায়। এমনটি ঘটে ব্রিটেনে ৮১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে যে টিকা নিয়ে মামলা,তা প্রত্যাহারে রাজি হয়নি AstraZeneca. তাদের দাবি, ওই টিকার দৌলতেই অতিমারির সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে কোভিডের মোকাবিলায় যেহেতু নয়া এবং আপডেটেড টিকা বাজারে এসে গিয়েছে, তাই কোভিডের মূল প্রজাতিরকে প্রতিরোধ করতে একেবারে শুরুতে যে টিকা আনা হয়েছিল, সেটিই আপাতত তুলে নেওয়া হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। পরিবর্তে আপডেটেড টিকা আনা হবে বাজারে, যা করোনার নয়া রূপের বিরুদ্ধেও কার্যকরী।


উচ্চ মাধ্যমিকের ফল দেখতে রোল নম্বর দিয়ে সার্চ করুন