Fuel Price: প্রতিদিন ভোর ৬টায় সরকারি তেল কোম্পানিগুলি তাদের সেদিনের জ্বালানি তেলের দাম প্রকাশ করে থাকে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Petrol Diesel Price) দামের ওঠানামার উপর নির্ভর করে ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম। বেশ কিছুদিন ধরে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশে জ্বালানি তেলের দামে কোনও হেরফের নেই। আজ বৃহস্পতিবার ২৭ জুন দেশের মহানগরগুলিতে একই রয়েছে তেলের দাম, তবে বাংলার ১০ জেলায় আজ সস্তা হয়েছে পেট্রোল ডিজেল (Fuel Rate)। আপনার শহরে কত দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল (Petrol Price Today)? দেখে নিন আজকের রেটচার্ট
আজ ২৭ জুন বাংলার ১০ জেলায় কমে গিয়েছে তেলের দাম। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হুগলি, মালদা, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় সস্তা হয়েছে পেট্রোল ডিজেল। তবে কলকাতায় আজও দাম ১০০ পেরিয়ে। বহুদিন ধরে একই আছে দাম।
বাংলার কোন কোন জেলায় দাম কমল
বাঁকুড়াতে আজ পেট্রলের দাম লিটারে ৩৫ পয়সা কমে হয়েছে ১০৪.২৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা কমে হয়েছে ৯১.০৪ টাকা।
বীরভূমে পেট্রলের দাম লিটারে ২৫ পয়সা কমে হয়েছে ১০৪.৬৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২২ পয়সা কমে হয়েছে ৯১.৪৪ টাকা।
হুগলিতে ২৭ জুন পেট্রলের দাম লিটারে ৯ পয়সা কমে হয়েছে ১০৪.২৭ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৮ পয়সা কমে হয়েছে ৯১.০৬ টাকা।
জলপাইগুড়িতে আজ পেট্রলের দাম লিটারে ৬৪ পয়সা কমে হয়েছে ১০৩.৮৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৫৯ পয়সা কমে হয়েছে ৯০.৬৫ টাকা।
মালদায় পেট্রলের দাম লিটারে ১১ পয়সা কমে হয়েছে ১০৩.৭২ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১০ পয়সা কমে হয়েছে ৯০.৫৬ টাকা।
পূর্ব বর্ধমানে পেট্রলের দাম লিটারে ৩৮ পয়সা কমে হয়েছে ১০৪.২৮ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা কমে হয়েছে ৯১.০৮ টাকা।
দেশে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় করের ওপর এই দাম নির্ভর করে। যদিও রাজ্য থেকে রাজ্যে এই দাম পরিবর্তিত হয়। ২০২২ সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল। ওএমসিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল ৬টায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: Investment Plan: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?