শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোট শেষ হতেই বিরোধীদের ওপর হিংসার লাগাতার অভিযোগ উঠছে কোচবিহারে। চলছে দলবদলও। এরই মধ্যে মাথাভাঙায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আক্রান্ত রাজা সাহা বিজেপির মাথাভাঙা শহর মণ্ডলের কোষাধ্যক্ষ। 


'ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন'


অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরেই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মারধরও করা হয়। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দেয় তৃণমূল জেলা নেতৃত্ব। দলের নাম ভাঙিয়ে যারা এই কাজ করছে, অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন, তৃণমূল জেলা সভাপতি। পুরোটাই লোক দেখানো, প্রতিক্রিয়া বিজেপির।


মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে


ভোট মিটলেও অশান্তি অব্যাহত। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আক্রান্ত হন তৃণমূল নেতা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতেই মথুরাপুর লোকসভায় আক্রান্ত হন তৃণমূল নেতা। দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পাল্টা মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে।


'বেধড়ক মারধর'


দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিমউদ্দিন মোল্লা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েচিল এক দুষ্কৃতী। তৃণমূল নেতার চিৎকার শুনে দলের কর্মীরা বেরোতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতী। তাকে বেধড়ক মারধর করেছিলেন তৃণমূলের কর্মীরা।


হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের


কোয়ালপাড়ার পর এবার মাধবগঞ্জ বাজার। ভোটের ফল বেরনোর পর, বাঁকুড়ার কোতুলপুরে ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ করে বিজেপির দাবি, কোতুলপুরের মাধবগঞ্জ বাজারে তাঁদের দলীয় কর্মী পিন্টু মণ্ডলের দোকান ভাঙচুর চালিয়ে মারধর করেছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা। প্রশাসনের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি জেলা বিজেপি নেতৃত্বের। সৌমিত্র খাঁর দেওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দল। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 


আরও পড়ুন, হুগলিতে TMC পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা', গ্রেফতার দলেরই ৪ নেতা-কর্মী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।