Petrol Sale in Tripura: রাজ্যে কিছু জরুরি পরিস্থিতির কারণে ত্রিপুরা সরকার পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price) কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ১ মে ত্রিপুরা সরকার এই পেট্রোল ডিজেলের কেনাবেচার উপর একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন। সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেনগুলির আসার অসুবিধের জন্য জ্বালানি মজুতের (Petrol Sale in Tripura) পরিমাণ কমে গিয়েছে। আর তাই বড় পদক্ষেপ করেছে ত্রিপুরা সরকার।
অসমে ধসের কারণে ট্রেন চলাচল বিঘ্নিত
অসমের জাটিঙ্গায় সম্প্রতি ভূমিধসের ঘটনা ঘটেছে আর তাই ত্রিপুরায় পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বিঘ্নিত। পণ্য বয়ে আনা ত্রিপুরাগামী ট্রেনগুলি ব্যাহত হচ্ছে। ২৬ এপ্রিল এই রেল চলাচল পরিকাঠামো মেরামত করে যাত্রীবাহী রেল চলাচল ব্যবস্থাকে পুনরুদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও জাটিঙ্গা হয়ে যে সমস্ত ট্রেন যাতায়াত করে, সেই ট্রেন চলাচল পরিষেবা বন্ধ রয়েছে।
কী তথ্য দিয়েছে ত্রিপুরা সরকার
ত্রিপুরার খাদ্য ও সরবরাহ বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি নির্মল অধিকারী জানান, রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে ব্যাঘাতের কারণে পেট্রোল ও ডিজেলের (Petrol Sale in Tripura) সরবরাহ কমে গিয়েছে। এরপর পরবর্তী পেট্রোল ডিজেল (Petrol Diesel Price) বিক্রয় সংক্রান্ত তথ্য জানা যাবে ১ মে।' আর সেই মতই ১ মে রাজ্য সরকারের তরফে পেট্রোল ডিজেলের কেনাবেচায় সীমা বেঁধে দেওয়া হয়। নিষেধাজ্ঞা জারি হয় জ্বালানি তেলের কেনাবেচায়।
পেট্রোল ও ডিজেলের কেনাবেচার নতুন নিয়মে কী বলা হয়েছে
ত্রিপুরার খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার একটা সীমা বেঁধে দিয়েছে।
দু-চাকার গাড়ির ক্ষেত্রে আংশিক সময়ের জন্য দৈনিক ২০০ টাকার পেট্রোল কেনা যাবে না। অন্যদিকে চার চাকার গাড়ির ক্ষেত্রে দিনে ৫০০ টাকার বেশি পেট্রোল কেনা যাবে না।
এই নির্দেশিকায় পেট্রোল পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বাসগুলিকে দিনে ৬০ লিটারের বেশি তেল না বিক্রি করে।
অন্যদিকে মিনিবাস, অটো-রিক্সা ও তিন চাকার যানের ক্ষেত্রে দিনে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার জ্বালানি তেল কেনা যাবে ত্রিপুরাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming IPO: ৩০০০ কোটির আইপিও আনছে আধার হাউজিং ফিনান্স, কবে শুরু হবে সাবস্ক্রিপশন ?