Petrol Price Today: সারা দেশে আজ সেভাবে জ্বালানি তেলের দামে কোনও হেরফের নজরে পড়েনি। বড় বড় শহরগুলিতে দাম বহুদিন ধরেই একই আছে, কোনও বদল নেই। রাজ্যে রাজ্যে কিছু পার্থক্য দেখা গিয়েছে আজ। কোথাও দাম (Petrol Diesel Price) কমেছে, কোথাও দাম বেড়েছে। বাংলাতেও কিছু কিছু জেলায় দাম কমতে দেখা গিয়েছে আজ। কলকাতায় বদল না হলেও কোচবিহার, মালদা, কালিম্পং কিংবা দার্জিলিংয়ে পেট্রোলের দাম অনেকটাই কমে গিয়েছে।


গত মাসেই পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছিল কেন্দ্র সরকার। তারপর আর সেভাবে দামে কোনও হেরফের দেখা যায়নি। আজ বুধবার ৩ এপ্রিল কলকাতা ছাড়া বাংলার অন্যান্য জেলা যেমন মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, নদিয়া, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া ইত্যাদি অঞ্চলে দাম খানিক কমেছে।


কলকাতায় কত দাম চলছে


কলকাতা শহরে আজ ৩ এপ্রিল বরাবরের মত একই দাম রয়েছে জ্বালানি তেলের (Petrol Diesel Price)। পেট্রোলের দাম এখানে লিটার প্রতি ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৯০.৭৬ টাকা।


কোন জেলায় কমেছে দাম


আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটারে ৪৪ পয়সা কমে হয়েছে ১০৪.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৪১ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৯১.৪৯ টাকা।


কোচবিহারে পেট্রোলের দাম লিটারে ৬১ পয়সা কমে হয়েছে ১০৪.৭০ টাকা এবং ডিজেলের দাম ৫৬ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৯১.৪৬ টাকা।


নদিয়ায় আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৬ পয়সা কমে হয়েছে ১০৪.৯০ টাকা এবং ডিজেলের দাম ৬ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৯১.৬৫ টাকা।


পুরুলিয়াতে আজ পেট্রোলের দাম ১২ পয়সা কমে লিটারে ১০৪.৬৫ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১১ পয়সা কমে হয়েছে ৯১.৪২ টাকা।


কোথায় দাম বাড়ল


বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।


দেশের অন্যান্য শহরে কোথায় কত দাম চলছে


অন্ধ্রপ্রদেশে গতকাল পেট্রোলের দাম (Petrol Diesel Price) সস্তা হয়েছে লিটারে ৫০ পয়সা হারে। আজও একই দাম রয়েছে।


বিহারে পেট্রোলের দাম কমেছে লিটারে ৩৬ পয়সা।


ছত্তিশগড়েও পেট্রোলের দাম লিটারে ১৭ পয়সা কমে গিয়েছে গতকাল, আজ একই দাম বজায় রয়েছে।


আজ ৩ এপ্রিল অসম, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে খানিক বাড়তে দেখা গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।


আরও পড়ুন: Dividend Credit: কেনা শেয়ারে ডিভিডেন্ড পাবেন ? জানেন কীভাবে ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয় এই টাকা ?