আবির দত্ত, কলকাতা: বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় পাশের বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয় কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা। কাউন্সিলরকে সামনেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে, গতকাল ঘটনাস্থলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।
দেওয়াল ভেঙে বিপর্যয়: গতকাল বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁদের আপত্তি গ্রাহ্য না করেই বউবাজারের রামকানাই অধিকারী লেনে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। এই এলাকা কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময়, পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পর, তাঁর দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। কী অভিযোগ স্থানীয়দের?বউবাজারের রামকানাই অধিকারী লেনের বাসিন্দাদের অভিযোগ,“পুলিশকে যদি কিছু জানানো হয়, বা কাউন্সিলরকে যদি কিছু জানানো হয়, তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ তাঁরা প্রচুর টাকা নিয়েছে।’’
গতকাল তৃণমূল কাউন্সিলর এলাকায় পৌঁছলে তাঁর সামনেই সরাসরি অভিযোগ জানান বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “আমাদের বাড়িতে ৩ জন বয়স্ক মানুষ থাকেন। আমরা তো কাজে বেরিয়ে যাই। হঠাৎ যদি এরকম কিছু হয়, কোনওদিনও আমি কিন্তু...আমার বাবার থেকেও শুনেছি, এদের থেকেও শুনেছি, আমরা কিন্তু সেরকমভাবে আপনাকে পাশে পাইনি। ভোটের টাইমে জানি এখন আরও অনেক ইস্যু আছে।’’
যদিও বিশ্বরূপ দে-র দাবি, “প্রত্যেক সপ্তাহে ২ টো দিন আমার এখানে ফিক্স করা আছে। সোমবার আর বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে ২ দিন আমি এই অঞ্চলে ভিসিট করি।’’ বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পর, সেখানে পৌঁছন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সামনেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এক বাসিন্দা বলেন, “এখানে বৌবাজার মেট্রোর মতো এত বড় ঘটনা ঘটে গেছে। মাটি এখানে নরম মাটি। এখানে কী করে পারমিশন দেওয়া হল যে প্রোমোটিং হবে? বাড়ি কেনাবেচা হতে পারে। কিন্তু প্রোমোটিং করার জন্য কে দিল?’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jalpaiguri Storm: 'ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে সব কিছু' কয়েক মিনিটের টর্নেডোতে বিপন্ন জনজীবন