EPFO Meeting: এবারের বাজেটে ভারতের ধীরগতির অর্থনীতিকে একটু গতি জোগান দিতে মধ্যবিত্তের জন্য বহু ক্ষেত্রে সুবিধে করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের স্ল্যাব বাড়ানো থেকে শুরু করে কর ছাড়ের ক্ষেত্রেও নানা বদল এসেছে বাজেটে। এমনকী এবারের বাজেটে (Union Budget 2025) ঘোষণা করা হল যে ৬ দশক পরে ভারতে কোনো নতুন আয়কর আইন আসতে চলেছে। এর উদ্দেশ্যই হল মানুষের হাতে ক্যাশ ফ্লো বাড়িয়ে বাজারে (Provident Fund) চাহিদা বৃদ্ধি করা। এর মাধ্যমে দেশে কনসাম্পশন বাড়তে চলেছে, আর এতেই বাজার অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না, জানিয়েছেন নির্মলা সীতারামন। আর এর পরে সম্ভাবনা তৈরি হয়েছে যে কেন্দ্র সরকার চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার বাড়াতে পারেন। পিএফে জমানো টাকার উপরে এবার বেশি সুদ পাবেন চাকরিজীবীরা ? আগামী ২৮ ফেব্রুয়ারি এমপ্লয়িজ পেনশন ফান্ড অর্গানাইজেশনের ট্রাস্টি বোর্ডের বৈঠক রয়েছে আর সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করবেন। এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
সুদের হার বাড়তে পারে পিএফে
বর্তমানে কেন্দ্র সরকারের সবথেকে বেশি নজর রয়েছে বাজারে চাহিদা বাড়ানোর দিকে। এই জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করশূন্য বলে ঘোষণা করা হয়েছে, আর এভাবেই সরকার নাগরিকদের দেখাতে চাইছে যে কর ছাড়াও অন্য আরও অনেক ক্ষেত্র থেকেই সরকার আয় করে থাকে। মানুষেরা যদি তাদের কনসাম্পশন বাড়াতে শুরু করে তাহলে বাজার অর্থনীতি ফের চাঙ্গা হয়ে উঠবে। ২০২৪-২৫ অর্থবর্ষের থেকেও এই চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার উপর সুদের হার বাড়ানো হতে পারে। ২০২২-২৩ অর্থবর্ষে দেশে পিএফের উপর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সুদের হার বেড়ে হয় ৮.২৫ শতাংশ।
৭ কোটির বেশি পিএফ অ্যাকাউন্ট
ইপিএফওর কাছে দেশের ৭ কোটিরও বেশি মানুষের পিএফ অ্যাকাউন্ট রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুসারে এই সংখ্যাটি ছিল ৭ কোটি ৩৭ লক্ষ। ইপিএফওর পেনশন ফান্ডে আমানতকারীর সংখ্যাও বেড়ে হয়েছে ৮ লক্ষ।
আরও পড়ুন: Ola Scooter: নয়া অবতারে ৩ স্কুটার আনল ওলা, এক চার্জে এবার ছুটবে ৩২০ কিমি ! কত দাম ?