PM Modi: বেসরকারি কোম্পানির ভিড়ে অচলাবস্থা তৈরি হয়েছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির (PSU)। মুনাফা তো দূর, একে-একে ভাঁড়ে মা ভবানী অবস্থা হয়েছিল BSNL, MTNL, এয়ার ইন্ডিয়ার (AIR India)। যার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছিল সংস্থার কর্মীরা। এবার সরকারি এই সংস্থাগুলির দুরবস্থার জন্য কংগ্রেস (Congress) শাসিত ইউপিএ (UPA) সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।  


রাজ্যসভায় কংগ্রেসকে তুলোধনা মোদির
এদিন কংগ্রেস আমলে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির অবস্থা নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী। নমো বলেন, ''যাঁরা নিজেরাই হতাশায় ডুবে, তাঁরা দেশে হতাশার প্রচার করছে। কংগ্রেস অভিযোগ করে, আমরা সরকারি প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছি। বিএসএনএল, এমটিএনএল, হ্যাল, এয়ার ইন্ডিয়াকে ধ্বংস করেছে কংগ্রেস শাসিত ইউপিএ। যে বিএসএনএলকে ধ্বংস করে দিয়েছিল, সেই বিএসএনএল আজ ফোর জি, ফাইভ জি পরিষেবা দিচ্ছে।''


মোদি জমানায় কোথায় দাঁড়িয়ে LIC
ভারতের শেয়ার বাজারে আসার পর থেকেই পড়ছিল  এলআইসি শেয়ারের দাম। প্রায় ৯০০ টাকা লিস্টিং প্রাইস থেকে ৫০০ টাকার কাছে চলে এসেছিল স্টকের দাম। যদিও আজ এই স্টকই হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির এই গতির সংসদে প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদি বলেন, LIC নিয়ে মিথ্যে প্রচার করে চলেছে কংগ্রেস। আজ এলআইসি-র শেয়ার রেকর্ড উচ্চতায় রয়েছে।' গত ১০ বছরে সরকারি সংস্থার লাভ আড়াই লক্ষ কোটি ছাড়িয়েছে। আমাদের জমানায় সরকারি সংস্থার মূল্য সাড়ে ৯ লক্ষ কোটি থেকে বেড়ে ১৭ কোটি টাকা হয়েছে।


এদিন ফের সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। হাতশিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব মোদি। আজ বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক।' কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা নরেন্দ্র মোদির।


লোকসভা ভোট দোরগোড়ায়। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে তৈরি INDIA ব্লক নিয়ে জলঘোলা এখনও কমেনি। একযোগে বিজেপিকে নিশানা করা দূরে থাক। ব্লকের দলগুলির সঙ্গেই আসন-রফা নিয়ে তুমুল টানাপড়েন চলছে কংগ্রেসের সঙ্গে। সেই ইস্যু নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। তাঁর হাতিয়ার হল দিনকয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য। 


Paytm Share Price: পেটিএমে খারাপ খবর ! পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা ভাবছে RBI?