কলকাতা: মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৪ সেশন ১-এর প্রভিসিনাল অ্যানসার কি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ-এর নির্দিষ্ট সাইটে গিয়ে এর জন্য আবেদন করতে হবে। পেপার ১ (বি.ই, বি.টেক), পেপার ২এ (বি.আর্ক) ও পেপার ২বি (বি.প্ল্যানিং)-এর জন্য আলাদা আলাদা করে অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। প্রত্য়েকটি অ্যানসার কি-এর সঙ্গে রেকর্ডেড রেসপন্স শিটও থাকছে তালিকায়।


করা যাবে চ্যালেঞ্জ 


অ্যানসার কি থেকে কোনও সমস্যা হলে তাকে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছে এনটিএ। প্রভিসিনাল অ্যানসার কি-কে চ্যালেঞ্জ করতে হলে কিছু প্রক্রিয়া মানতে হবে। এর জন্য় ২০০ টাকা দিয়ে একটি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। এই ২০০ টাকা ফেরতযোগ্য নয়। অনলাইনেই চ্যালেঞ্জ পাওয়া যাবে সেই আবেদনের ফর্ম।


চ্যালেঞ্জ করার শেষ তারিখ


ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাইটে চ্যালেঞ্জ করার শেষ তারিখ জানানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি তারিখে চ্যালেঞ্জের প্রক্রিয়া শেষ হবে। 


কীভাবে চ্যালেঞ্জ করতে হবে ?



  • প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত সাইটে যেতে হবে।

  • সেখানে হোম পেজে JEE (Main) 2024 Session 1: Answer Key Challenge-এ ক্লিক করতে হবে।

  • এর পর একটি নতুন উইন্ডো খুলে যাবে।

  • সেখানে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম সাল ও তারিখ দিয়ে আবেদন করতে হবে। 

  • এর পর সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে।

  • এর পর চ্যালেঞ্জ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। 

  • সেখানে যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করতে চাওয়া হচ্ছে, সেটির আইডি লিখতে হবে। 

  • এনটিএ-এর তরফে সঠিক উত্তরের আইডি দেওয়া রয়েছে। চ্যালেঞ্জ করতে হলে সেটির বদলে অন্য একটি আইডি বেছে নিতে হবে।

  • এর সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানেই। 

  • পিডিএফ হিসেবেই একমাত্র ডকুমেন্ট আপলোড করা যাবে।

  • এর পর নিচে গিয়ে ‘সেভ ইয়োর ক্লেম’-এ ক্লিক করতে হবে।

  • সেখান থেকে পেমেন্ট করে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে।


এর পরের ধাপ কী?


উত্তর গৃহীত হলে সেই মাফিক অ্যানসার কি সংশোধন করা হবে। এর পর সংশোধিত অ্যানসার কি প্রকাশ করবে এনটিএ। এর বিষয়ে আলাদা করে কাউকে জানানো হবে না। বিশদে জানার জন্য নজর রাখতে হবে জয়েন্ট এন্ট্রান্স মেইনের মূল ওয়েবসাইটে। 


আরও পড়ুন - UGC on MPhil course: দুই বিষয়ে এমফিল করার মেয়াদ বাড়াল UGC, কবে পর্যন্ত ?


Education Loan Information:

Calculate Education Loan EMI