Internship Scheme: ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে দেশের তরুণ যুবকদের স্কিল ডেভেলপমেন্ট (PM Internship Scheme) এবং চাকরির সুযোগ করে দেওয়ার জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং দেশের বহুবিধ সংস্থার কাছ থেকে এই বিষয়ে ভাল প্রতিক্রিয়া পেয়েছে সরকার। আর এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে দেশে ৯০,৮৪৯ জন শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ (PM Internship Scheme) করে দেওয়ার অবকাশ তৈরি হয়েছে। পিএম ইন্টার্নশিপ স্কিমের মধ্য দিয়ে দেশের ১.২৫ লক্ষ শিক্ষার্থীকে বড় বড় সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার। মূলত ২১ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীদের জন্যই এই সুযোগ পাওয়া যাবে।


২৪টি সেক্টর থেকে বিভিন্ন সংস্থা এই স্কিমে অংশ নিয়েছে


মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছিল এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল। এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবক-তরুণদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে। এই পোর্টালে মারুতি সুজুকি ইন্ডিয়া, ঈশার মোটরস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুথুট ফিনান্স, জুবিল্যান্ট ফুডওয়ার্কস এই সমস্ত বড় বড় সংস্থা এই ইন্টার্নশিপ স্কিমের সুবিধে পাবেন। এই স্কিমে অংশ নিয়েছেন ২৪টি আলাদা আলাদা সেক্টরের সংস্থা। এর মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস আছে, এনার্জি আছে, ট্রাভেল, হসপিটালিটি, অটোমোবাইল, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর রয়েছে।


৭৩৭টি জেলায় চাকরি হবে


এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ২০টি সেক্টরে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে। অপারেশনস, ম্যানেজমেন্ট, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, মেনটেন্যান্স, সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ বেশি শিক্ষার্থীদের। এই চাকরি পাওয়া যাবে দেশের মোট ৭৩৭টি জেলায়। এই স্কিমের অধীনে দেশের নরেন্দ্র মোদির সরকার তরুণ যুবকদের আরও উন্নত ও পরিশীলিত করে তুলতে চাইছে। এক বছরের জন্য শিক্ষার্থীরা এই সমস্ত বড় বড় সংস্থায় কাজের সুযোগ পাবেন। কীভাবে আদপেই ব্যবসায়িক চাপ সামলাতে হয়, সংস্থাগুলি কীভাবে চলে তা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে তাঁর।


কারা এই স্কিমে যোগ দিতে পারবে


এই ইন্টার্নশিপ স্কিমের অধীনে নাম নথিভুক্ত করাতে চাইলে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা পলিটেকনিক ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে যারা কোনও চাকরিতে যোগ দিয়েছেন বা এখনও পড়াশোনা করছেন তারা এই স্কিমের অধীনে শিক্ষানবিশির সুযোগ পাবেন না। ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর অর্থাৎ আজ থেকে। পিএম জীবন জ্যোতি বিমা এবং পিএম সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদেরও এই স্কিমের আওতায় আনা হবে।


আরও পড়ুন: Jio Prepaid Recharge Plan: আপনি কি ভোজনরসিক? কিংবা ওয়েব সিরিজের পোকা? জিও- র নতুন রিচার্জ প্ল্যানে রয়েছে চমক


Education Loan Information:

Calculate Education Loan EMI