PM Kisan Samman Nidhi Yojana: অনেক সময় সরাকরি স্কিমের ক্ষেত্রে ঘটে থাকে এই ঘটনা। আবেদনের জন্য নাম লেখালেও অ্যাকাউন্টে আস না মোদি সরকারের টাকা(PM Modi)। পিএম কিষাণে (PM Kisan) অনেক ক্ষেত্রেই আবেদন করেও সুবিধা নিতে পারেন না আবেদনকারীরা। জানেন কী কারণে আপনার আবেদন খারিজ হতে পারে। 


আপনার আবেদনও খারিজ হতে পারে
 আপনিও যদি একজন কৃষক হয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে এই খবর আপনার কাজে আসতে পারে। কৃষকদের সুবিধার জন্য ভারত সরকার বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা। এই প্রকল্পের আওতায় কোটি কোটি কৃষক সুবিধা পাচ্ছেন। কিন্তু আপনি যদি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে এখানে উল্লেখিত বিষয়গুলি অনুসরণ করুন।


এবার পাবেন ১৭ তম কিস্তির টাকা
 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের 6 হাজার টাকা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে পরিমাণটি সারা বছর তিন কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। 2018 সালে কেন্দ্রীয় সরকার এই স্কিমটি শুরু করেছিল৷ এখনও পর্যন্ত 16টি কিস্তি স্কিমের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে৷ যেখানে কৃষক ভাইরা অধীর আগ্রহে ১৭তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। তবে আপনি যদি এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ না করে থাকেন তবে আপনি সুবিধা পাবেন না।


কী কারণে আটকে যেতে পারে পিএম কিষাণের টাকা 
আপনার আবেদনপত্রও যদি বাতিল হয় তাহলে এর পিছনে অনেক কারণ থাকতে পারে। 
১ যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল ভুল ব্যাঙ্কের বিবরণ। 
২ এছাড়াও, আপনার আধার কার্ড ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক না থাকলেও, আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 
৩ আবেদনকারীর বয়স 18 বছরের বেশি না হলে আপনি এই স্কিমের সুবিধা পাবেন না। 
৪ একই সময়ে eKYC করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখনও eKYC না করে থাকেন, তাহলে আজই এই কাজটি সম্পূর্ণ করুন।


কোথায় পাবেন এই বিষয়ে সাহায্য
অনেক সময় পিএম কিষাণের সব বিবরণ সঠিক থাকা সত্ত্বেও আপনি এই স্কিমের সুবিধা পান না। তাই আপনি অফিসিয়াল ইমেল pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর 155261 বা টোল ফ্রি নম্বর 1800115526 বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন।


Fixed Deposit: এক মাসে তিনবার এফডি-তে সুদ বাড়াল এই ব্যাঙ্ক, এখন পাবেন কত রিটার্ন ?