PM Kisan Scheme Eligibility: কৃষকদের সুবিধার্থে এই স্কিম চালু করেও প্রতারণার শিকার হতে হচ্ছে খোদ কেন্দ্রীয় সরকারকে। ভুল তথ্য দিয়ে অনেকেই পিএম কিষাণে টাকা হাতাচ্ছেন। এমন লোকজনের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে সরকার। আগে জেনে নিন কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।  


PM Kisan Samman Nidhi Yojana: বছরে পাওয়া যায় ৬০০০ টাকা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এর মাধ্যমে প্রতি বছর লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) ৬০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা মোট ২০০০ টাকার তিনটি কিস্তিতে স্থানান্তর করা হয়। এই বছর সরকার ইতিমধ্যেই দুটি কিস্তি স্থানান্তর করেছে। এখন কৃষকরা এই প্রকল্পের ১২তম কিস্তির জন্য অপেক্ষা করছে। তবে গত কয়েক বছরে, সরকার এমন অনেক কৃষককে চিহ্নিত করেছে, যারা কোনও যোগ্যতা ছাড়াই এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন।


PM Kisan Scheme Eligibility: কোন কৃষকরা এই স্কিমের যোগ্য ?
এই খবর প্রকাশ্যে আসতেই এখন স্কিমের অযোগ্য কৃষকের কাছ থেকে টাকা আদায়ের প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকার প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে। সরকার অযোগ্য কৃষকদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে। সেই ক্ষেত্রে এই স্কিমের জন্য আপনার যোগ্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন, এই স্কিমের জন্য কৃষকদের যোগ্যতা কীভাবে পরীক্ষা করা যায়।


PM Kisan Scheme: এঁরা প্রকল্পের জন্য যোগ্য নয়
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিতে, সরকার কিছু যোগ্যতার মানদণ্ড তৈরি করেছে। এঁরা নিতে পারবেন সুবিধা।


আপনি যদি কোনো ট্রাস্ট, সরকারি জমিতে চাষ করেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।


১০,০০০ টাকার বেশি পেনশন প্রাপ্ত ব্যক্তিরা এই সুবিধা নেওয়ার যোগ্য নন।


আপনার পরিবারে যদি কোনও ব্যক্তি এমএলএ, এমপি ইত্যাদি হলে আপনি এই সুবিধা পাবেন না।


রাজ্য বা কেন্দ্রীয় সরকারে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না।


আয়কর রিটার্ন দাখিল করা স্বামী ও স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।


PM Kisan Scheme Eligibility: প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের যোগ্যতা যাচাই করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-


এর জন্য আপনি PM কিষাণ নিধির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।


তারপর Farmer Corner এ ক্লিক করুন।


এখানে আপনার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও মোবাইল নম্বর লিখুন।


এরপর Get Data অপশনে ক্লিক করুন।


যদি আপনার স্ক্রিনে 'You Are Not Eligible For Any Refund Amount' প্রদর্শিত হয়, তাহলে আপনি ভুলভাবে স্কিমের সুবিধা নিয়েছেন। 
যত তাড়াতাড়ি সম্ভব এই টাকা ফেরত দিন।



 


আরও পড়ুন : ITR Filing: ৫০০০ টাকা জরিমানার সঙ্গে বাড়বে সমস্যা, ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ