Kisan Yojana Installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনাতেই কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে। এই ফ্ল্যাগশিপ স্কিমের অধীনে ভারতের দুস্থ প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। মোট তিনটি কিস্তিতে (PM Kisan Yojana) এই টাকা দেওয়া হয় এবং প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। বিগত ৫ অক্টোবর ১৮তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কৃষকরা। এবার নজর ১৯তম কিস্তির (Kisan Yojana 19th Installment) দিকে। কবে ঢুকবে কিষাণ যোজনার ১৯তম কিস্তির ২০০০ টাকা ?


কবে ঢুকবে কিষাণ যোজনার টাকা


ধারণা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা একটি নির্দিষ্ট সূচি মেনেই দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর এই টাকা অ্যাকাউন্টে জমা হয়। অক্টোবর ২০২৪-এ এই যোজনার ১৮তম কিস্তির টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে।


বেনিফিসিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন


টাকা পেয়েছেন কিনা তা জানতে পারবেন এই যোজনার বেনিফিসিয়ারিরা। এর জন্য প্রথমেই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট http://pmkisan.gov.in-এ। এরপর আপনাকে যেতে হবে হোমপেজের Beneficiary Status সেকশনে। এই বাটনে ক্লিক করতে হবে। নিজের তথ্য বসাতে হবে এখানে। নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর বসাতে হবে। এই তথ্যগুলি বসানোর পরেই আপনার কিস্তির স্ট্যাটাস দেখা যাবে স্ক্রিনে।


কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন


ওটিপি নির্ভর ই কেওয়াইসি করানো কিষাণ যোজনায় এখন বাধ্যতামূলক। কেওয়াইসি না করা থাকলে কিস্তির টাকা আটকে যাবে বলেই জানিয়েছে কেন্দ্র। পিএম কিষাণ পোর্টালে নিজের মোবাইল নম্বর লিঙ্ক করতে হলে প্রথমে ওয়েবসাইটে লগ ইন করে আপডেট মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার্ড আধার নম্বর, নতুন মোবাইল নম্বর বসিয়ে সাবমিট করতে হবে ভেরিফিকেশনের জন্য। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে কিস্তির টাকা আটকে যেতে পারে।


আরও পড়ুন: Atal Pension Yojana: মাসে ২১০ টাকা জমিয়েই পাবেন ৫০০০ টাকার নিশ্চিত পেনশন ! কী সুবিধে এই স্কিমে ?