কলকাতা: তিনি নাকি ঘণ্টার পর ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন! পরিবারের অভিযোগ ছিল, অপহরণ করা হয়েছে তাঁকে। তবে পুলিশে অভিযোগ দায়েরের পরে অবশেষে বাড়ি ফিরে এলেন কৌতুকাভিনেতা সুনীল পাল। তবে ঠিক কী ঘটেছিল অভিনেতার সঙ্গে, কেন তিনি এত দীর্ঘ সময়ের জন্য নিখোঁজ ছিলেন তা এখনও কুয়াশাবৃত। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে অভিনেতা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছেন। তবে অভিনেতাকে আদৌ অপহরণ করাই হয়েছিল কি না, করলে তিনি কীভাবে সেই বিপদ কাটিয়ে ফিরে এলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। 


ঠিক কী ঘটেছিল সুনীল পালের সঙ্গে? মুম্বইয়ের বাইরে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন সুনীল। কথা ছিল, অনুষ্ঠান শেষ করেই তিনি বাড়ি ফিরে আসবেন। তবে তেমনটা হয়নি। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেননি সুনীল পাল। পরিবারের তরফ থেকে তাঁর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে ফোন পাওয়া যায়নি তাঁর। কিছুতেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে না পেরে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিনেতার নামে নিখোঁজ ডায়েরি করান অভিনেতার স্ত্রী সরিতা। এরপরেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছিল খোঁজাখুঁজি। 


সরিতা সেই সময়ে জানিয়েছিলেন, সোমবারই মুম্বইয়ের বাইরে একটি অনুষ্ঠান করতে যেতে হয়েছিল তাঁকে। অভিনেতার ফিরে আসার কথা ছিল ঠিক তার পরের দিনই, অর্থাৎ মঙ্গলবার। তবে নির্দিষ্ট সময়ে অভিনেতা ফিরে আসা আসায় চিন্তায় পড়েন বাড়ির লোকেরা। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তবে পুলিশে অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টা পার হতে না হতেই খোঁজ মেলে অভিনেতার। তিনি নিজেই বাড়ি ফিরে আসেন বলে জানা গিয়েছে। 


খোঁজ মেলার পরে সুনীল দাবি করেছেন, তিনি দিল্লিতে ছিলেন। সেই সঙ্গে এও জানিয়েছেন তাঁর মোবাইল ফোনটি খোয়া গিয়েছিল। তাই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মুম্বইয়ের বাইরে অনুষ্ঠান করতে গেলেও, সেই অনুষ্ঠান তো দিল্লিতে ছিল না। যদি ফোন খোয়া যায়, তাহলে অন্য কোনও মাধ্যম থেকে কেন এতক্ষণ পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন না সুনীল? এখানেই প্রশ্ন রয়ে যাচ্ছে, তবে কি তাঁকে সত্যিই অপহরণ করা হয়েছিল? পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তিনি সুস্থ রয়েছেন। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল তাও যথা সময়ে বিস্তারিতভাবে জানানো হবে বলেই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। 


তবে সুনীলের গায়েব হয়ে যাওয়া নিয়ে থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। 


আরও পড়ুন: Naga Chaitanya And Sobhita Dhulipala Wedding: আট ঘণ্টা ধরে বিয়ে, মন্দিরে পুজো দিয়ে নতুন জীবন শুরু করবেন নাগা-শোভিতা!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।