Tesla In India: টেসলার(Tesla) প্রধান এলন মাস্কের(Elon Musk) ভারতে আসার(Tesla In India)আগেই শুরু হয়েছে উন্মাদনা। নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi ) সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন মাস্ক।
টেসলার ভারতে আসা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এএনআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে টেসলা (Tesla) এবং স্টারলিঙ্ক (Starlink) সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। যেখানে প্রধানমন্ত্রী বলেন, ''এলন মাস্ককে মোদির সমর্থক বলাটা আলাদা বিষয়। তিনি আসলে ভারতের সমর্থক।''
Tesla In India: ভারতে বিদেশি বিনিয়োগ নিয়ে মোদির মতামত
এলন মাস্কের সঙ্গে বৈঠকের কথাও এই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,''২০১৪ সালে দেশে ২০০০টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। ২০২৩-২৪ সালে এই সংখ্যা ১২ লক্ষে পৌঁছেছিল। বিদেশি বিনিয়োগ স্বাগত জানাই। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। টাকা যারই হোক না কেন ঘাম দেশের মাটির গন্ধ আমার দেশেরই থাবে। এটি আর্থিক পরিবেশকে বিকশিত করতে সাহায্য করবে।'' এই প্রসঙ্গে অ্যাপল ও স্যামসাংয়ের বিনিয়োগের উদাহরণও দিয়েছেন তিনি।
Tesla Plant: টেসলা প্ল্যান্টের জন্য অনেক রাজ্যের সঙ্গে আলোচনা
প্রকৃতপক্ষে, ভারত সরকার নতুন ইভি নীতি ঘোষণা করার পরেই টেসলার ভারতে প্রবেশ নিয়ে আলোচনা বেড়েছে । সম্প্রতি টেসলার একটি দল শীঘ্রই প্ল্যান্টের জায়গা খুঁজতে ভারত সফর করতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। অনেক রাজ্য টেসলার প্ল্যান্টের জন্য তাদের পক্ষে আলোচনা করছে।
এছাড়াও, প্ল্যান্ট নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টেসলার মধ্যে যৌথ উদ্যোগের আলোচনাও প্রকাশ্যে এসেছে। এছাড়া এলন মাস্ক ভারতে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। সোমবারই মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লি ও মুম্বাইতে টেসলার প্রথম শোরুমের জন্য স্থান অনুসন্ধান করা হচ্ছে। এছাড়াও, স্টার্লিংকেও শীঘ্রই পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হতে পারে।
Modi On Electoral Bond: নির্বাচনী বন্ড নিয়ে মুখ খুলেছেন মোদি
এবার ইলেক্টোরাল বন্ড নিয়েও তাঁর মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''নির্বাচনী বন্ডের কারণে আজ আপনি জানতে পেরেছেন টাকা কোথায় গেল। কোন কোম্পানি দিয়েছে, কত দিয়েছে, কাকে দিয়েছে। এ কারণেই আমি বলছি যে, নির্বাচনী বন্ড শেষ হলে বিরোধী দলসহ আমরা সবাই আফসোস করব।
আরও পড়ুন: Tesla Layoffs: ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই, এবার টেসলায় কাজ হারাবেন বহু