PM Suraksha Bima Yojana: সরকারি এই বিমায় (Insurance) আপনি কম টাকায় পাবেন বেশি সুরক্ষা। জেনে নিন, কী কী সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী বিমা যোজনার (Pradhan Mantri Bima Suraksha Yojana) এই স্কিমে।
বিমা আজকের দিনে খুবই প্রয়োজন
ভারত সরকার দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিম পরিচালনা করে। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সরকার এই স্কিমগুলি বাস্তবায়ন করে। আজকের সময়ে, বীমা মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কখন মানুষের বীমার টাকার প্রয়োজন হবে তা বলা যায় না।
অনেকের বিমা প্রিমিয়াম দেওয়ার জন্য টাকা নেই। সরকার এই ধরনের দরিদ্র ও অভাবী মানুষদের বিমার সুবিধা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনার অধীনে আপনি মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বিমা পাবেন। জেনে নিন, কীভাবে আপনি এই স্কিমটির সুবিধা নিতে পারেন।
PM Suraksha Bima Yojana: ২০ টাকায় ২ লক্ষ টাকার বিমাভারত সরকারের প্রধানমন্ত্রী বিমা যোজনার অধীনে দুর্ঘটনা বিমা কভার প্রদান করা হয়। এই সরকারি স্কিমটি দরিদ্র শ্রেণির লোকদের জন্য করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে সরকার মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার কভার দিয়ে থাকে। এই প্রকল্পটি ২০১৫ সালে শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী বিমা যোজনার অধীনে যদি কোনও পলিসিধারক দুর্ঘটনায় মারা যান, তখন তাই নমিনিকে টাকা দেওয়া হয়।
আরও কী সুবিধা
শুধু তাই নয় যদি পলিসিহোল্ডার অক্ষম হন, তাহলেও তিনি টাকা পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে- দুর্ঘটনায় মৃত্যুর পর নমিনিকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। যদি ব্যক্তি আংশিকভাবে অক্ষম হন, তাহলে ১ লক্ষ টাকা দেওয়া হবে। যদি পলিসিহোল্ডার সম্পূর্ণরূপে অক্ষম হন, তাহলে তাকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
PM Suraksha Bima Yojana: বার্ষিক প্রিমিয়াম দিতে হবেআপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনায় বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। বিমা কভারের সময়কাল ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের ফর্মটি আপনার ব্যাঙ্ক বা নিকটতম কমন সার্ভিস সেন্টারে গিয়ে পূরণ করা যেতে পারে। এর প্রিমিয়ামের পরিমাণ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।