নয়াদিল্লি: ভারতের বাজারে আরও একটি ফাইভ জি ফোন আনল মোবাইল প্রস্তুতকারক সংস্থা পোকো (Poco). এবার সংস্থার নতুন বাজি Poco M4 5G. এর আগে গত নভেম্বরে ওই সংস্থা এনেছিল  Poco M4 Pro 5G. তার তুলনায় কম দাম এই মডেলের। Poco M4 Pro 5G-তে ব্যবহার হয়েছিল Dimensity 810 চিপ, আর পোকোর নতুন মডেসে ব্যবহার হয়েছে Dimensity 700 চিপ।  এছাড়াও আগের মডেলের চেয়ে বেশ কিছু ক্ষেত্রে বদল হয়েছে পোকোর নতুন এই মডেলে। 


দুরন্ত ডিসপ্লে:
পোকোর নতুন এই মডেলে স্ক্রিনের সাইজ বেশ বড়। ৬.৫৮ ইঞ্চির স্ক্রিন সাইজ এই ফোনের। যা ফুল এইচডি। রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ। স্ক্রিন বাঁচাতে ব্যবহার হয়েছে গোরিলা গ্লাস থ্রি (Gorilla Glass 3)। 


প্রসেসরে নজর:
Poco M4 5G-তে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) চিপসেট ব্যবহার করা হয়েছে।  এখানে রয়েছে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি মেমোরির (128GB storage) সুবিধা। উপভোক্তার সুবিধার জন্য এই মডেলে ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ডও ( microSD cards)। যা আরও ৫১২ জিবি মেমোরি সুবিধা দেবে। এছাড়াও ৪ জিবি/ ৬৪ জিবি অপশনও রয়েছে।


দারুণ ক্যামেরা:
Poco M4 5G-তে ডুয়াল ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটি ৫০ এমপি প্রাইমারি ক্য়ামেরা (50MP primary camera)। আরেকটি ২ এমপি ডেপথ সেন্সর (depth sensor) ক্যামেরা। রয়েছে একটি ফ্রন্ট ক্যামেরাও। যেটি আট মেগাপিস্কেলের।


আরও ফিচার:
সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই মডেলে। সেটা রয়েছে ফোনের এক পাশে। USB-C পোর্টের মাধ্যমে চার্জ হবে এই ফোনে। ৫০০০ mAh-এর ব্যাটারি রয়েছে Poco M4 5G-তে। ফোনের সঙ্গে পাওয়া যাবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার (18W wired fast charging)। 


কত দাম:
Poco M4 5G-এর ৪ জিবি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২৯৯৯ টাকা, ৬ জিবি ও ১২৮ জিবি অপশনের দাম ১৪৯৯৯ টাকা। আপাতত হলুদ, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই মডেল। 


আরও পড়ুন: ১৫ মিনিটে ফুল-ডে চার্জ, ওয়ানপ্লাসের এই ফোন দিচ্ছে বিশেষ ফিচার