Post Office Schemes: সঞ্চয়ের জন্য কোনও নতুন পরিকল্পনার কথা ভাবলে দেখতে পারেন পোস্ট অফিসের এই বিশেষ সঞ্চয় প্রকল্পগুলি। সরকারি সুরক্ষার পাশাপাশি এই স্কিমগুলির মাধ্যমে প্রতি মাসে ভাল আয়ের সুযোগ রয়েছে। এই প্রকল্পগুলির তালিকায় রয়েছে National Savings Certificates (NSC), Post Office Time Deposit (POTD) ও Kisan Vikas Patra (KVP)। জেনে নিন এই স্কিমের খুঁটিনাটি।


National Savings Certificates (NSC)


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-তে বিনিয়োগ করে প্রতি বছর ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এছাড়াও বছরের ভিত্তিতে সুদ গণনা হয়। বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার পরেই সুদ দেওয়া হয় এই স্কিমে। সরকারি এই যোজনায় ন্যূনতম বিনিয়োগের পরিমাণ এক হাজার টাকা। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই। পোস্ট অফিসের NSC স্কিমের অধীনে মোট বিনিয়োগের মেয়াদকাল ৫ বছর। ইন্ডিয়া পোস্টের নিয়ম অনুসারে, এই স্কিমের অধীনে অ্যাকাউন্টটি খুলতে ন্যূনতম ১০০ টাকা লাগে।


Post Office Term Deposit (POTD)


ব্যাঙ্কের মতো আপনি পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট (FD) করতে পারেন। এই স্কিমটি পোস্ট অফিসে  Term Deposit-এর নামে পাওয়া যায়। যাতে বিনিয়োগকারীরা কেউ ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য টাকা জমা করতে পারেন। এর সুবিধা হল এখানে FD-এর সুদের হার ব্যাঙ্কের চেয়ে বেশি। পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আইকর আইনের 80C এর অধীনে পাঁচ বছর এই স্কিমে টাকা রাখলে কর ছাড়ের সুবিধা  পাওয়া যায়। পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট একজন ব্যক্তি নগদ বা চেকের মাধ্যমে খুলতে পারেন।


Kisan Vikas Patra (KVP)


কিষাণ বিকাশ পত্র(Kisan Vikas Patra Scheme)-এ ৬.৯ শতাংশ সুদ পাওয়া যায় এই প্রকল্পে টাকা রেখে।টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১০ বছর ৪মাস। প্রকল্পের নিয়ম অনুসারে ব্যক্তিকে ন্যূনতম ১০০০টাকা বছরে রাখতেই হবে। তবে এই প্রকল্পে টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই। টাকা জমার ক্ষেত্রে আমানতকারীকে ১০০টাকার গুণিতকে টাকা জমা করতে হবে। এই স্কিমটি আয়কর আইন 80C এর অধীনে আসে না। অতএব, যাই রিটার্ন আসবে, তা করযোগ্য হবে। এই স্কিমে টিডিএস কাটা হয় না।একটা বিষয় মনে রাখতে হবে, এই সুদের হার পরিবর্তিত হয়, তাই লগ্নির বিষয় বর্তমান সুদের হারের বিষয়ে যাচাই করেই বিনিয়োগ করুন।


আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI


আরও পড়ুন : আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা