Time Deposit: পোস্ট অফিস স্মল সেভিংস স্কিমে শুধু টাকার উপর সুদ ছাড়াও রয়েছে অনেক সুবিধা। বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে এই স্কিম দিচ্ছে বিশেষ সুযোগ। তাই কেউ যদি নিরাপদ বিনিয়োগের সঙ্গে কর বাঁচাতে চান,তাহলে এই পোস্ট অফিস স্কিমগুলি আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। বর্তমানে ফিক্সড ডিপোজিটের সুদের থেকে বেশি রিটার্ন দিচ্ছে এই স্কিম। 


Post Office Scheme: টাইম ডিপোজিট স্কিম
পোস্ট অফিসের এই সেভিংস স্কিম হল টাইম ডিপোজিট স্কিম। এটি ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট নামেও পরিচিত। এই স্কিমের সুদের হার প্রতি তিন মাস পর পর সংশোধন করা হয়। জেনে নিন,ঠিক কী সুবিধা রয়েছে এই স্কিমে।  


Post Office Small Saving Scheme: পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)
পোস্ট অফিস টাইম ডিপোজিট ইন্টারেস্ট রেট (Post Office TD Interest Rate) ফিক্সড ডিপোজিট কিছু মেয়াদের জন্য একই সুদ দেয়। এ ছাড়াও কিছু মেয়াদে রয়েছে উচ্চ সুদের হার দেওয়ার সুবিধা। আপনি এতে মেয়াদী আমানত রাখতে পারেন। কেউ এতে এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সের সন্তানের জন্য এই স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।


Time Deposit: কত কর ছাড় পাওয়া যাবে
এই প্রকল্পের আওতায় প্রতি বছর সুদ দেওয়া হয়। এতে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে। যেখানে সর্বোচ্চ সীমা থাকবে না। বার্ষিক সুদ অ্যাকাউন্টধারকের সেভিংস অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই স্কিমে,৫ বছরের TD-র জন্য আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড় দেওয়া হয়।


POTD-র সুদের হার
ইন্ডিয়া পোস্ট এক বছরের জন্য ৫.৫ শতাংশ সুদের হার অফার করে। দুই ও তিন বছরের স্থায়ী আমানতের জন্য সুদের হার যথাক্রমে ৫.৭ শতাংশ ও ৫.৮ শতাংশ রাখা হয়েছে। ইন্ডিয়া পোস্ট ৫ বছরের মেয়াদে ৬.৭ শতাংশ সুদ দেয়।


Post Ofice Scheme: মেয়াদপূর্তির আগেই বন্ধ করা যেতে পারে অ্য়াকাউন্ট
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও মেয়াদপূর্তির আগেই বন্ধ করা যেতে পারে। সেই ক্ষেত্রে পোস্ট অফিসে পাসবুক সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে। মনে রাখবেন, জমার তারিখ থেকে ছয় মাসের আগে কোনও আমানত তোলা  উচিত নয়। যদি একটি TD অ্যাকাউন্ট মেয়াদপূর্তির ৬ মাস পরে কিন্তু এক বছরের আগে বন্ধ কারা হয়,তবে সেই ক্ষেত্রে PO সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।


আরও পড়ুন : Post Office Scheme: এই পোস্ট অফিস স্কিমে ৫০ টাকা দিন, পাবেন ৩৫ লক্ষ,জানুন কীভাবে