নয়াদিল্লি: বকেয়া টাকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে। সেই আবহেই আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে তিনি জানান, আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্রীয় সরকার। 


আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা। সেখানেই আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরিতে মধ্যবিত্ত শ্রেণিকে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেন তিনি। এদিন সংসদে নির্মলা বলেন, “কোভিডের জেরে তৈরি হওয়া সঙ্কট সত্ত্বেও, আবাস যোজনার কাজ আটকায়নি। ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যের থেকে সামান্য দূরে রয়েছি আমরা। আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরির কাজ গৃহীত হবে। পরিবার বাড়ছে, তাই প্রয়োজনও বাড়ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।”


এর পাশাপাশি, ভাড়াবাড়ি, বস্তি, চল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মানুষের জন্যও আগামী দিনে একাধিক প্রকল্প আনতে চলেছে কেন্দ্র, এদিন সংসদে জানান নির্মলা। নির্মলা জানান, আবাস যোজনার আওতায় গ্রামীণ এলাকায় তৈরি হওয়া ৭০ শতাংশ বাড়ির মালিকানা মহিলাদের, কখনও একক ভাবে কখনও আবার যৌথ ভাবে।


আরও পড়ুন: Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি, ঘোষণা নির্মলার


নির্মলা জানান, এতে বিদ্যুৎবাবদ বছরে ১৫ থেকে ১৬ হাজার টাকা বাঁচবে সাধারণ মানুষের। মধ্যবিত্ত মানুষ, যাঁরা ভাড়াবাড়িতে থাকেন বা বস্তিতে থাকেন, চল বা অনুনোমদিত কলোনিতে থাকেন, তাঁদের নিজের বাড়ি কিনতে বা তৈরি করতে সাহায্য করবে কেন্দ্র, তার জন্য আলাদা প্রকল্প আনা হবে। এক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা।


গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছিলেন, বস্তি, কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তরা শীঘ্রই ব্যাঙ্ক থেকে গৃহঋণ নিতে পারবেন, সুদের হারেও মিলবে ছাড়। শীঘ্রই এমন প্রকল্পের সূচনা হবে বলে জানিয়েছিলেন তিনি।  


প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বর্তমানে অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির মানুষজন ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পান (কার্পেট এরিয়া ৬৪৫.৮৩ স্কোয়্যার ফিট)। স্বল্প আয় যাঁদের, তাঁরা ৩ থেকে ৬ লক্ষ (কার্পেট এরিয়া ৬৪৫.৮৩ স্কোয়্যার ফিট), মধ্যবিত্ত প্রথম শ্রেণির মানুষ (বার্ষিক আয় ১২ লক্ষের নিচে) ৬ থেকে ১২ লক্ষ (১৭২২.৩৩ স্কোয়্যার ফিট) এবং মধ্যবিত্ত দ্বিতীয় শ্রেণির (বার্ষিক আয় ১৮ লক্ষের নিচে) মানুষ জন ভর্তুকি পান ১২ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত (২১৫২.৭৮ স্কোয়্যার ফিট)।