নয়াদিল্লি : জমি দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। তাঁর গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ইস্যুতে মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'ইডি, সিবিআই, আয়কর দফতর এখন আর সরকারি সংস্থা নয়। তারা এখন বিজেপির বিরোধী নির্মূল সেল হয়ে গেছে। দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি ক্ষমতার দম্ভে গণতন্ত্র ধ্বংসের অভিযান চালাচ্ছে।' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের।