Narendra Modi's Car: দেশের রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সুরক্ষা হয় সবথেকে বেশি। সেই কারণে তাঁদের যাত্রার জন্য ব্যবহার করা হয় বিশেষ গাড়ি। সুরক্ষার ক্ষেত্রে যা বাকি যেকোনও গাড়িকে টেক্কা দেবে। ভারতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গাড়ির মধ্য়ে কার গাড়ি বেশি শক্তিশালী ? কোন গাড়িতে আছে বেশি ফিচার ?


PM Special Car: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি মার্সিডিজ-বেঞ্জ S600 পুলম্যান গার্ড লিমুজিন গাড়িতে ভ্রমণ করেন।  রেঞ্জ রোভার সেন্টিনেল গাড়ি পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কারণে প্রধানমন্ত্রীকে প্রায়শই রেঞ্জ রোভার সেন্টিনেলে ঘুরতে দেখা যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মাঝেমধ্যে টয়োটা ও মার্সিডিজে ভ্রমণ করেন। এমনিতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িগুলিতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসাবে বিবেচিত হয়। দুই প্রাধানের গাড়িতেই বিলাসবহুল পরিষেবার পাশাপাশি সেরা সুরক্ষা দেওয়া হয়। এর দাম প্রায় ১০ কোটি টাকা।


President Car: নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা
দেশের এই দুটি প্রধান পদে থাকা ব্যক্তিদের জন্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য তাদের নিরাপত্তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। এই গাড়িগুলি হ্যান্ডগানের শট নিতে পারে। কোনও ধরনের বিস্ফোরণেও  প্রভাবিত হয় না। গাড়ির সঙ্গে সবসময় কনভয় থাকে পিএম মোদি ও রা পায়।ষ্ট্রপতির গাড়িকে অনুসরণ করে। প্রধানমন্ত্রীর গাড়ির চারপাশে এসপিজি কমান্ডো মোতায়েন রয়েছে। এই গাড়িগুলির ব্যালিস্টিক সুরক্ষা পায়। 


মনে রাখবেন গুলি ও বিস্ফোরকও এই গাড়িগুলির ওপর কোনও প্রভাব ফেলে না। এমনকী AK-47এই গাড়ির ভিতরে বসা ব্যক্তির কোনও ক্ষতি করতে পারে না।  সবচেয়ে বড় কথা, এসব গাড়ির টায়ার কখনও পাংচার হয় না। কোনও কারণে এই ধরনের গাড়ির টায়ার পাংচার হয়ে গেলেও ঘণ্টার পর ঘণ্টা চালানো যায়। তাই  গাড়িতে কড়া নিরাপত্তার জন্য রয়েছে কঠোর ব্যবস্থা।


Narendra Modi's Car: যানবাহনের গতি কত ?
এসব গাড়ির গতি এতটাই দ্রুত যে সাধারণ মানুষও অবাক হয়ে যান। এই গাড়িগুলিতে স্বয়ংক্রিয় লক রয়েছে যা পরিবর্তনশীল আবহাওয়াতেও এই যানবাহনগুলিকে প্রভাবিত করে না। এছাড়াও, এই গাড়িগুলি কোনও ধরনের আক্রমণের সময় জ্বালানি লিক করে না। এই গাড়িগুলি খুবই শক্তিশালী।


President Car: বিশ্বের অনেক বড় শিল্পপতি এসব গাড়ি ব্যবহার করেন। রাষ্ট্রপতির গাড়ি ৮ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। সেখানে প্রধানমন্ত্রী মোদির গাড়ি ১০ সেকেন্ডে ১০০ কিলোমিটার ঘণ্টা গতি ছুঁয়ে ফেলে। পিএম মোদির গাড়ির সর্বোচ্চ গতি ১৯৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই গাড়িগুলির ভিতরে অনেক জায়গা রয়েছে যা তাদের আসনগুলিকে আরও আরামদায়ক করে তুলেছে। 


আরও পড়ুন : Fixed Deposit: ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, জেনে নিন কারা পাবেন সুবিধা