Stamp Duty: পশ্চিমবঙ্গবাসীর এবার পকেটে টান পড়বে। বাড়ি-ফ্ল্যাটের দাম আরও বাড়তে চলেছে রাজ্যে। সরকার এবার থেকে বাড়ি-ফ্ল্যাট (Property Buying Cost) কেনায় কর ছাড়ের সুযোগ বন্ধ করল। সোমবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে কোভিড চলাকালীন বাড়ি-ফ্ল্যাট কেনার সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটে যে ছাড় মিলেছিল, এবার থেকে সেই ছাড় (Stamp Duty) আর গণ্য হবে না। ফলে হু হু করে বাড়বে ফ্ল্যাটের দাম।


রাজ্য সরকার নিয়েছে এই সিদ্ধান্ত


গতকাল সোমবার রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে জানিয়েছে, করোনাকালীন সময়ে যে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া শুরু হয়েছিল, সেই ছাড় আর দেওয়া হবে না। এর সঙ্গেই সার্কল রেটের ক্ষেত্রেও যে ১০ শতাংশ ছাড় ঘোষণা হয়েছিল আগে, তাও প্রত্যাহার করে নেওয়া হল। এর ফলে রিয়েল এস্টেট সেক্টরে ফের মূল্যবৃদ্ধি হবে। দাম বাড়বে বাড়ি-ফ্ল্যাটের।


২০২১ সালে দেওয়া হয়েছিল ছাড়


সম্পত্তি কেনার ক্ষেত্রে বাড়ি-ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতারা আগে যে ছাড় পেতেন, এবার আর সেই ছাড় পাবেন না। ২০২১ সালে ৩০ অক্টোবর রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা করা হয়। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে রাজ্যবাসী এই সুবিধে পেয়ে এসেছেন। এবার থেকে আর এই সুযোগ পাবেন না তারা। রাজ্য সরকারের নিয়মে জুলাই মাস পড়তেই এই ছাড় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার


একটি সার্কুলারে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। সমস্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে এবং সমস্ত দিক বিচার-বিবেচনা করার পরেই এই সিদ্ধান্তে এসেছে রাজ্য। সাধারণ মানুষের আগ্রহের দিকটির কথা ভেবে রাজ্য সরকার জানিয়েছে স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেট ১ জুলাই থেকেই তুলে নেওয়া হবে।


অর্থনীতি চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত


করোনা মহামারীর কারণে রাজ্যে অর্থনীতির শ্রীবৃদ্ধি আটকে গিয়েছিল, থমকে গিয়েছিল অর্থনৈতিক প্রগতির চাকা। রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে সরকার বহু ব্যবস্থা নিয়েছে। এই কারণে বাড়ি-ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটের ছাড় তুলে নিল রাজ্য সরকার। এর ফলে রিয়েল এস্টেট সেক্টর আবার নিজের জায়গায় ফিরে আসবে বলে আস্থা রাখছে রাজ্য। অর্থনীতি সুস্থ-সবল হয়ে উঠবে এর মাধ্যমে। ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কার্যকর ছিল এই স্ট্যাম্প ডিউটি ও সার্কল রেটে ছাড়ের সুযোগ।


Emcure Pharma IPO: এই আইপিও থেকে ১২৭ কোটি টাকা আয় করতে পারেন নমিতা থাপার, আপনি নেবেন নাকি ?