নয়াদিল্লি: উৎসবের মরসুমে অফার রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। উৎসবের মরসুমে সোনার গহনার পরিবর্তে ঋণ ও সোভেরেন গোল্ড বন্ডে সুদের হার কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এক্ষেত্রে সুদের হার ১৪৫ বেসিস পয়েন্ট বা ১.৪৫ শতাংশ হ্রাস করা হয়েছে। উৎসব অফারের অঙ্গ হিসেবেই সুদে এই ছাড়ের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোভেরেন গোল্ড বন্ডে (এসজিবি) ৭.২০ শতাংশ হারে ঋণ দেয়। সোনার গয়নার ক্ষেত্রে ঋণে সুদের হার ৭.৩০ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কমিয়েছে গৃণ ঋণে সুদের হারও। গৃহ ঋণে নতুন সুদের হার শুরু হচ্ছে ৬.৬০ শতাংশ থেকে। সেইসঙ্গে  গাড়ি ঋণে সুদের হার শুরু হচ্ছে ৭.১৫ শতাংশ থেকে। ব্যক্তিগত ঋণে সুদের হার ৮.৯৫ শতাংশ। বিবৃতিতে বলা হয়েছে, ঋণে  এই হার ইন্ডাস্ট্রিতে সর্বনিম্ন সুদের হার গুলির অন্যতম।


উৎসবের মরসুমে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোনার গয়না ও এসজিবি-তে ঋণের ক্ষেত্রে সার্ভিস চার্জ, প্রোসোসিং ফি-তে সম্পূর্ণ ছাড়ের অফারও দিয়েছে।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গৃহ ঋণে মার্জিনও কমিয়েছে। ঋণ গ্রহীতারা ঋণের পরিমাণের কোনও ঊর্ধ্বসীমা ছাড়া সম্পত্তির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন বলে ওই বিবৃতিতে জানানা হয়েছে।



Akasa Air: সস্তায় বিমান ভ্রমণের সুযোগ , রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থা ‘আকাসা এয়ার’-কে ছাড়পত্র কেন্দ্রের


Maruti Suzuki Upcoming SUV: Tata Punch-এর পাল্টা, বালেনো ডিজাইনের এসইউভি আনছে Maruti


LIC Jeevan Labh Policy:২৩৩ টাকা দিয়ে পান ১৭ লক্ষ, জেনে নিন এই স্কিমের সুযোগ-সুবিধা


Aadhaar Update: বদলে গেল নিয়ম, আধার কার্ডে নিজেই করতে পারবেন এই কাজ


PPF Calculator: PPF থেকে পেতে পারেন ১.৫ কোটি টাকা, এই কৌশলেই হবে বাজিমাত