Pushpa 2 Leaked Online: বহু প্রতীক্ষার পরে আজ ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'পুষ্পা'-র সিকোয়েল 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2)। সারা দেশেই আজ 'পুষ্পা' ঝড়। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা গিয়েছে অনলাইনে এই ছবি সম্পূর্ণ এইচডি ভার্সনে ফাঁস হয়ে গিয়েছে। বেশ কিছু ওয়েবসাইটে এই ছবি দেখা যাচ্ছে। সংবাদসূত্রে জানা যাচ্ছে, টরেন্ট সহ অন্য বেশ কিছু প্ল্যাটফর্মে এই ছবিটি (Pushpa 2 Leaked Online) ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ ইত্যাদি প্ল্যাটফর্মও।


দক্ষিণী পরিচালক সুকুমারের এই ছবি জানা যাচ্ছে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে। আর আজ মুক্তির প্রথম দিনেই এই ছবি সকাল ৮টার মধ্যে মোট ২১.০৮ কোটির ব্যবসা করে ফেলেছে। গোটা দেশেই খোলা হয়েছিল ছবির অ্যাডভান্সড বুকিং পোর্টাল। আর প্রথম দশ ঘণ্টার মধ্যেই বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।


কত জরিমানা হবে ছবি ফাঁস করলে


তবে এই ছবি পাইরেসির জন্য শাস্তিও রয়েছে, ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে ২০১৩ সালে ছবির পাইরেসি সংক্রান্ত কিছু নিয়ম কানুনে বদল আনা হয়। ভারতের সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনও এই আইনের উপরেই কাজ করে থাকে। এই আইন অনুসারে পাইরেসির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। পাইরেসির অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হবে তাঁর উপর এবং সমস্ত ছবি নির্মাণের খরচের ৫ শতাংশ পরিমাণ সেই ব্যক্তিকে দিতে হবে জরিমানা হিসেবে।


ছবির বহুল ক্ষতি হয়


বহু ছবি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির পরে পরেই অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে লাল সিং চাড্ডা, লাইগার ইত্যাদি। শুধু তাই নয়, ওটিটিতে মুক্তি পাওয়া ছবিও এখন এই পাইরেসির শিকার। ছবি থেকে যে পরিমাণ মুনাফা হওয়ার কথা ছিল সেখানে ২৫-৩০ শতাংশ ক্ষতি হয় এই পাইরেসির কারণে। আর এই বিষয় মাথায় রেখেই ভারত সরকার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কঠোর আইন এনেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন; Pushpa 2: দেদার বিকোচ্ছে টিকিট! মুক্তির প্রথম দিন সকালেই কত ব্যবসা করল 'পুষ্পা ২'?