নয়া দিল্লি: নয়া উড়ান ব্যবস্থা চালু করতে চলেছেন ভারতীয় ধনকুবের ও কোটিপতি লগ্নিকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।  তাঁর সংস্থা ‘আকাসা এয়ার’-কে দেশে উড়ান পরিষেবার অংশ নেওয়ার ছাড়পত্র দিল নরেন্দ্র মোদির সরকার। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এ কাথা জানানো হয়েছে।                   

  


২০২৫ সালের মধ্যেই এই নতুন উড়ান সংস্থার হাতে চলে আসবে ৭০ টিরও বেশি বিমান। এমনটাই জানান হয়েছে। এবার থেকে বিমান যাত্রা অনেকটাই কম ব্যয়বহুল হতে চলেছে বলে খবর। ১৮০ বেশি যাত্রী বহনের উপর জোর দেওয়া হবে, এমনটাই জানান হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে  রাকেশ ঝুনঝুনওয়ালার।                    


‘ভারতের ওয়ারেন বাফে’ নামেই পরিচিত রাকেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী ও ব্যবসায়িক পার্টনার রেখা ঝুনঝুনওয়ালা।বর্তমানে ভারতের বাজারে বেশ কিছু উড়ান সংস্থা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন পড়েছে। ২০১২ সালে ভারতের সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দিয়েছে কিংফিশার এয়ারলাইন্স অন্যদিকে ২০১৯ সালে মুখ থুবড়ে পড়েছে জেট এয়ারওয়েজ বিমান সংস্থা।



এদিকে, গত সপ্তাহেই ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ায় নিয়ন্ত্রণ পেয়েছেন শিল্পপতি রতন টাটা। শুক্রবার নিলামে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স। ৬৮ বছর পর ফের টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া। এ নিয়ে তৃতীয়বার রাষ্ট্রায়ত্ত ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা চালিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে আগের সব জটিলতা কেটে ফের চেনা ছন্দেই ফিরতে চলেছে পরিষেবা। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দেওয়া পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।