নয়া দিল্লি : লখিমপুর খেরির হিংসার ঘটনা নিয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের । আগামীকাল দলীয় নেতাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে। সেই দলে থাকবেন রাহুল গাঁধীও। তাঁরা রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি দেবেন বলে দলীয় সূত্রের খবর।
কংগ্রেসের প্রতিনিধি দলে থাকবেন সাত জন সদস্য। থাকবেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ভদ্র ও কেসি বেণুগোপাল।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে ১১টায় ওই প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। এই মর্মে দলের তরফে রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হয়েছে।
গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিস।
আরও পড়ুন ; "এই দেশে ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও তাঁদের ধনকুবের বন্ধুরাই একমাত্র নিরাপদ"
সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার হন আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেওয়া হলেও, পুলিশের কাছে হাজির হননি মন্ত্রী-পুত্র। শনিবার, সকালে লখিমপুর পুলিশ লাইনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরানোর দাবি করেছে কংগ্রেস।